Today Current Affairs In Bengali 14th October 2023, দ্রুত চোখ বুলিয়ে নিন

যেসমস্ত চাকরিপ্রার্থী WBCS, SSC CGL, Food SI, Police, Army, UPSC, অন্যান্য কম্পিটিটিভ  পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাঁদের জন্য আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স সেশণ বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা গতকাল অর্থাৎ ১৩ অক্টোবরে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ইভেন্ট গুলি আলোচনা করতে চলেছি। এক ঝলকে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখে নিন।  

‘Global hunger index 2023’ – এ ভারত কততম স্থানে অবস্থান করছে? 

(i) 111th (ii) 104th (iii) 107th (iv) 103th

Ans. 111th

কেরলের কোথায় এই প্রথম 3D প্রিন্টেড বিল্ডিংয়ের উদ্বোধন করা হলো?

(i) কোচিন (ii) তিরুবনন্তপুরম (iii) ত্রিশূর  (iv) মাল্লাপুরম

Ans. তিরুবনন্তপুরম (Amaze – 28 নাম) 

আগামী 2 বছরের জন্য ‘ ইন্ডিয়ান ওসেন রিম অ্যাসোসিয়েশন’ এর নেতৃত্ব করবে কোন দেশ?

(i) বাংলাদেশ (ii) শ্রীলংকা (iii) ভারত (iv) পাকিস্তান 

Ans. শ্রীলংকা

আন্তর্জাতিক শিশু কন্যা দিবস পালিত হয়__  

(i) 8ই অক্টোবর (ii) 10ই অক্টোবর (iii) 11ই অক্টোবর (iv) 12ই অক্টোবর

Ans. 11ই অক্টোবর

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারা রেকর্ড গড়লো কোন খেলোয়াড়?

(i) মোহাম্মদ রিজওয়ান (ii) রোহিত শর্মা (iii) বিরাট কোহলি (iv) ডেভিড ওয়ার্নার

Ans. রোহিত শর্মা

ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি মারার রেকর্ড গড়লো কোন খেলোয়ার?

(i) বিরাট কোহলি (ii) স্টিভ স্মিথ (iii) রোহিত শর্মা (iv) কেন উইলিয়ামসন

Ans. রোহিত শর্মা

‘Asia Pacific Institute’ এর সভাপতি হিসেবে কোন দেশ পুনরায় মনোনীত হলো?

(১)  ইরান (২) ভারত (৩) জাপান (৪) চীন

Ans. ভারত

সম্প্রতি ভারতের কোন রাজ্য ” Rojgar Prayag portal” লঞ্চ করল?

(১) হিমাচল প্রদেশ (২) উত্তর প্রদেশ (৩) ওড়িশা (৪) উত্তরাখন্ড  

Ans. উত্তরাখন্ড

ভারতে অনুষ্ঠিত ‘প্রো কাবাডি লীগে’ মোহাম্মদরেজা শাদলুই ছিয়ানেহ নিলামে সব থেকে বেশি দাম পেয়েছে। ইনি কোন দেশের নাগরিক?

(i) ইরান (ii) অস্ট্রেলিয়া (iii) বাংলাদেশ (iv) ভারত

Ans. ইরান

‘National Aacharya Championship’ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে?

(১) নিউ দিল্লী (২) কলকাতা (৩) অযোধ্যা (৪) উজ্জয়িনী 

Ans. অযোধ্যা

Laureus এর ব্র্যান্ড আম্বাসাডার পদে কে নিযুক্ত হলেন?

(১) নীরজ চোপরা (২) স্মৃতি ইরানি (৩) রোহিত শর্মা  (৪) বিরাট কোহলি

Ans. নীরজ চোপরা

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button