যুবশ্রী প্রকল্পের নুতুন লিস্ট প্রকাশিত, চেক করুন এই ভাবে

বেকার ভাতা যুবশ্রী প্রকল্পের নুতুন লিস্ট প্রকাশিত, চেক করুন এই ভাবে

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার বেকার ভাতা যুবশ্রী প্রকল্পের নুতুন লিস্ট প্রকাশ করলো। রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের আর্থিকভাবে সাহায্য করার লক্ষ্যে এই যুবশ্রী প্রকল্পটিকে চালু করেছে। যে প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা প্রতিমাসে 1500 টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে।

কেবলমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই এই প্রকল্পের জন্য আবেদন করা যায়। প্রতিবছর এই প্রকল্পের জন্য নতুন আবেদন পত্র জমা নেওয়া হয়। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার Yuvashree 2024 এর নতুন লিস্ট প্রকাশ করেছে। তাই আপনারা যারা এই যোজনায় অংশগ্রহণ করেছেন, তারা দ্রুত Yuvashree New List দেখে নিন।

Yuvashree New List Chek 2024 পদ্ধতি দেখুন – যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে। এই লিস্ট চেক করার পদ্ধতি নিচে স্টেপ টু স্টেপ আলোচনা করা হলো।

স্টেপ 1: প্রাপ্তিকে প্রথমেই Employment Bank এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। স্টেপ 2: অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে প্রবেশ করার পর ‘ view your name under employment bank and Yuvashree’ লিংকে ক্লিক করতে হবে. স্টেপ 3: নতুন লগ ইন পেজ ওপেন হলে Temporary EB নম্বর দিন এবং Security Captcha সলভ করে Submit বাটনে ক্লিক করুন। স্টেপ 4: সঠিক ভাবে নাম নথিভুক্ত করা হলে, আপনার নাম স্ক্রিনে দেখাবে।

Website Link – Click Here

Join Our Telegram group – Click Here

Join Our Whatsapp Group – Click Here

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button