পুজোর আগেই সুখবর! আদালতের নির্দেশে 9 হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু, খসড়া প্রকাশ SSC র 

বর্তমানে নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে ভয়াবহ পরিবেশ বিরাজমান। এই পরিস্থিতিতে হঠাৎ করেই একটি সুখবর সামনে এলো। সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে ৯০০০ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হল। আদালতের নির্দেশে কাউন্সিলিংয়ের খসড়া প্রকাশ করলো স্টাফ সিলেকশন কমিশন বোর্ড।

আগামী মঙ্গলবার উচ্চ আদালতে দুই বিচারপতি বেঞ্চের জানিয়ে দিলো SSC উচ্চ বিদ্যালয় 2016 সালের আটকে থাকা প্যানেলের নিয়োগ কাউন্সিলিং শুরু করতে পারবে। এর পরে পরেই Staff Selection Commission পরের দিনই অর্থাৎ বুধবার একটি প্রাথমিক খসড়া প্রকাশ করল। 

আসলে ২০১৬ সালের এই শিক্ষক নিয়োগ প্যানেলটিতে দুর্নীতির অভিযোগ ওঠায় এতদিন পর্যন্ত আটকে ছিল। সেখানে প্রায় ৯ হাজার শিক্ষক নিয়োগের কথা ছিল। এই ব্যাপারে বেশ কিছুদিন আগে এসএসসির তরফ থেকে রাজ্য উচ্চ আদালতে নিয়োগ প্রক্রিয়া শুরু করার আর্জি জানিয়ে একটি মামলা করা হয়েছিল। গত মঙ্গলবার আদালতের প্রধান বিচারপতির দুটি বেঞ্চ নিয়োগের প্রথম ধাপ অর্থাৎ কাউন্সিলিং করার অনুমতি দিয়েছে। তবে আদালত এও জানিয়েছে, নিয়োগ তখনই হবে যখন আদালত পুনরায় নির্দেশ দেবে।

এসএসসি সূত্রে খবর, আদালতের নির্দেশ অনুসারে, বর্তমানে শুধু কাউন্সিলিং করানো যাবে। সুপারিশপত্র কোনভাবেই দিতে পারবে না এসএসসি। তবে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আশাবাদী যে, শীঘ্রই আদালতের তরফ থেকে এই নির্দেশে পাওয়া যাবে। সুপারিশপত্র দেওয়ার পরেই কল লেটার দেওয়ার পর্ব আসে। এতদিন পর্যন্ত কল লেটার দেওয়ার দায়িত্ব ছিল মধ্যশিক্ষা পর্ষদের হাতে। তবে দুর্নীতিতে বহুবার মধ্যশিক্ষা পর্ষদের নাম জোড়ানোয়, এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে স্কুল ম্যানেজিং কমিটির হাতে।   

এই নির্দেশে SSC র চেয়ারম্যান কি বলেন? – আদালতের এই নির্দেশের পর SSC র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার একটি সাংবাদিক বৈঠকে বলেন, ” আদালতের এই নির্দেশে বড় স্বস্তি পেয়েছে স্টাফ সিলেকশন কমিশন। এতদিন পরে বিশাল বড় একটি জট কাটলো। আজ মঙ্গলবার থেকে সরকারি ছুটি পড়ল, তবে এসএসসি আদালতের নির্দেশে আগামীকালও কাজ করবে। পুজোর ছুটির পর ৩০ তারিখে কাউন্সিলিংয়ের কল লেটার আপলোড করা হবে।

প্রত্যেকটি চাকরিপ্রার্থীকে এই কল লেটার ডাউনলোড করে কাউন্সিলিংয়ে যোগ দিতে হবে। এসএসসি সূত্রে খবর, মোট শূন্য পদের সংখ্যা 14,339. বর্তমানে 9000 জনকে প্রথম ডেকে পাঠানো হবে. বাকি নিয়োগ ওয়েটিং লিস্ট থেকে করা হবে। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button