WBSSC নিয়োগের ডেড লাইন ১লা ফেব্রুয়ারী! ব্রাত্য বসু কি জানালেন?

অপেক্ষা শেষে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু চাকরি প্রার্থীদের সাথে চাকরির নিয়োগ প্রক্রিয়া সূচনা নিয়ে ‌ চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনার পর ২০২৪ সালের ১লা ফেব্রুয়ারির মধ্যে রাজ্যজুড়ে নিয়োগের সম্ভাবনা প্রবল হয়েছে। দেড় ঘন্টা বৈঠকের পর চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, “বৈঠক যথেষ্ট অর্থপূর্ণ ছিল। আইনী ব্যবস্থার মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিচ্ছে। আশা করি, আমরা খুব শীঘ্রই নিয়োগপত্র হাতে পাবো।” 

ব্রাত্য বসু সহ এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক মাননীয় কুণাল ঘোষ, তিনি আরো গভীরভাবে আশ্বস্ত করে ‌বললেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো নিয়োগ জট সমাধানের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। উভয় পক্ষই কিছু কিছু বিষয়ে সম্পূর্ণ একমত হয়েছেন। এবার যতটা দ্রুত সম্ভব নিয়োগের জট খোলার সবরকম চেষ্টা চলছে।  তবে, মুখ্যমন্ত্রীর আর কোনও নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি, তিনি যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ চান।’

কুনাল ঘোষ আরো জানান, ‘নতুন কোনো ধরণের আইনি জটিলতা আর যদি না আসে, তাহলে নিয়োগ প্রক্রিয়া অতি সত্তর সম্পন্ন করার চেষ্টা করা হবে। তবে এখন এটা স্পষ্ট হয়ে গেছে যে, যে রাজ্য সরকার সবসময় চাকরি দিতে চায়। কিছু মানুষ ইচ্ছাকৃত চাকরি প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য নতুন নতুন মামলা করছে।’

সুতরাং এখনো পর্যন্ত পাওয়া খবর অনুসারে, সব ধরণের জটিলতা শেষের পথে। ১ ফেব্রুয়ারিই নিয়োগের ডেডলাইন। মুখ্যমন্ত্রী, এসএসসি চেয়ারম্যান শিক্ষামন্ত্রী এবং মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করে জানিয়েছেন, অতি শীঘ্রই তিনি নিয়োগ চান। লেখিকা অন্বেষা দাস

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

One Comment

  1. Sir upper primary new notice 2024 কি asbea.
    না b.Ed রা সারা jibon bose thakbea
    Primary তে তো b Ed দের bostea dichea না abar upper primary new notice aschea না taholea B Ed রা kothy jabea.
    Sir bolben. Please🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button