IAS Success Story: শ্রবণ শক্তি নেই, ভরসা অদম্য জেদ, প্রথম প্রয়াসেই UPSC টপার হলেন স্যৌমা শর্মা

UPSC হলো ভারতের সব থেকে কঠিনতম পরীক্ষার গুলির মধ্যে একটি। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যেন এক স্বপ্ন, তবে এই স্বপ্ন কে সফলতা প্রদান করতে পারেন খুব কম সংখ্যক পরীক্ষার্থী।  কেবল তারাই পারে, যাদের কঠোরতম অধ্যাবসায়, জেদ, দৃঢ় লক্ষ্য ও ইচ্ছা শক্তি আছে। আজকের এই প্রতিবেদনে এমনই এক অনবদ্য সফলতার গল্প তুলে ধরলাম আপনাদের কাছে।

প্রতি বছর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় বসে লক্ষ লক্ষ পরীক্ষার্থী। তবে, সকলেই যে তার মধ্যে সফল হয় তা কিন্তু নয়,সফলতার হাড় মাত্র 0.2 %। তাদের মধ্যে বহু পরীক্ষার্থী যারা নিজেদেরকে সফলতার চূড়ায় নিয়ে যায় তাদের মধ্যে তিনটি জিনিস থাকে। ধৈর্য, একাগ্রতা এবং পরিশ্রম। 

তাদের মধ্যে এমনই একজন হলেন দিল্লির সৌম্যা শর্মা। যিনি মাত্র ১৬ বছর বয়সে হঠাৎ তার শ্রবণশক্তি হারিয়েছিলেন এবং তাকে শ্রবণ যন্ত্রের সাহায্য নিতে হয়েছিল। কিন্তু তারপরেও তিনি কখনোই থেমে থাকেননি, নিজের জেদ এবং অদম্য ইচ্ছা শক্তির জেরে এই শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে মাত্র 23 বছর বয়সে কোনো কোচিং ছাড়াই সম্পূর্ণ নিজস্ব চেষ্টায় প্রথম প্রয়াসে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন।

সৌমা ছোটবেলা থেকেই একজন সফল পরীক্ষার্থী ছিলেন। দশম শ্রেণীতেও প্রথম হয়েছিলেন। সৌমার বাবা-মা পেশায় ডাক্তার এবং সেও তাদের মতই হতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে নিজের মত পরিবর্তন করে তিনি দিল্লির ন্যাশনাল ল ইউনিভার্সিটি থেকে ২০১৭ সালে LLB সম্পন্ন করেন। এবং সেই বছরই তিনি UPSC পরীক্ষায় উপস্থিত হয়েছিলেন।

ইউপিএসসি পরীক্ষার সময়ে প্রচণ্ড জ্বর থাকা সত্ত্বেও তিনি পরীক্ষায় উপস্থিত হতে পিছপা হননি। তিনি বিছানা থেকে উঠতে সক্ষম ছিলেন না।এবং এমনকি জিএস পেপার ও সংশোধন করতেও পারেন নি। তবুও তিনি নিজের অদম্য ইচ্ছার জেরে পরীক্ষা সম্পন্ন করে নিজের প্রথম প্রয়াসে উত্তীর্ণ হয়ে পরিবারকে গর্বিত করেছেন।

প্রথমে সৌম্যা UPSC সিভিল সার্ভিসের ফর্ম পূরণ করার সময় প্রতিবন্ধী বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কারণ, সে তার শ্রবণ ক্ষমতা হারিয়েছিল। কিন্তু তিনি প্রতিবন্ধী কোটার অধীনে ফর্ম পূরণ করতে অস্বীকার করেছেন এবং সাধারণ বিভাগই বেছে নিয়েছিলেন। নিজের প্রতি অদম আত্মবিশ্বাসের জেরেই এমনটা করা সম্ভব। এখন তিনি বর্তমানে মহারাষ্ট্র ক্যাডার পদে রয়েছেন। আগে দিল্লি ক্যাডারে অধিষ্ঠ ছিলেন।

শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়েও নিজের কঠোর পরিশ্রম এবং জেদের মাধ্যমে ও ইচ্ছা শক্তির সহায়তায় যে সব কিছু করা সম্ভব তার জ্বলন্ত প্রমান সৌম্যা শর্মা। সৌম্যা শর্মা বলেন, আমার মত মানুষও যদি এমনটা করতে পারে আপনারাও করতে পারবেন। শুধু সঠিক প্লানিং এবং তার এক্সিকিউশন আপনার মধ্যে থাকতে হবে। “লেখিকা পাপিয়া দাসমন্ডল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button