শিক্ষকের হাহাকার! ২৫০ টি BEd কলেজের ভবিষ্যত অনিশ্চিতের পথে

কলেজে নেই শিক্ষক। তাই হচ্ছে না রিনিউয়াল! এরকম পরিস্থিতিতেই দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গে‌র প্রায় আড়াইশো মতন বেসরকায় বি.এড কলেজ। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন (NCTE)-এর নিয়ম অনুযায়ী, যে কোনো বি.এড কলেজেই ছাত্র এবং শিক্ষকের সমতা বজায় রাখতে হবে‌। কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় আড়াইশো বি.এড কলেজের অধ্যক্ষদের অভিযোগ, বিভিন্ন সময়, বিভিন্ন কারণে শিক্ষকেরা কলেজ ছেড়ে চলে গেছেন।

কিন্তু বারবার বলা সত্ত্বেও নতুন শিক্ষক ইন্টারভিউয়ের তারিখ মিলছে না বিএড বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে। এদিকে বি.এড কলেজগুলোর রিনিউয়ালের শেষ তারিখ ৪ঠা নভেম্বর। শিক্ষক কম হওয়ার কারণে রাজ্য বিএড বিশ্ববিদ্যালয় থেকে রিনিউয়ালের অনুমতি পাওয়া যাচ্ছে না। ফলতঃ, উভয় সংকটে পড়েছেন বেসরকারি কলেজের অধ্যক্ষরা।

রাজ্য বি.এড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন অন্য কথা। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রতিটি বি.এড কলেজকে ছাত্র শিক্ষকের অনুপাতের ভারসাম্য রক্ষা করতেই হবে। শিক্ষকের অনুপাত কম হলে কলেজের পড়াশোনা ব্যাহত হবে। পশ্চিমবঙ্গে প্রায় ৬০০ বেসরকারি বি.এড কলেজ এবং ২৪টি সরকারি কলেজ রয়েছে। ৬০০ বেসরকারি কলেজের মধ্যে ৩৫০টি কলেজের রিনিউয়াল হয়ে গেছে।

যেগুলির হয়নি তারা শেষ মূহুর্তে এসে জানাচ্ছেন শিক্ষক নেই। উপাচার্যের বক্তব্য, এটা আগে জানানো হয়নি কেন? এখন এই অবস্থায় কি এতগুলো কলেজে ইন্টারভিউয়ের জন্য ডেট দেওয়া সম্ভব! তবে তিনি জানিয়েছেন, তিনি বিষয়টি দেখছেন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button