SSC GD Constable Recruitment 2023: কেন্দ্রীয় বাহিনীতে 84,866 সেনা নিয়োগ, বিস্তারিত জানুন

চাকরি প্রার্থীদের জন্য আবারও বিশেষ সুখবর। সম্প্রতি কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন রিক্রুটমেন্ট বোর্ডের তত্ত্বাবধানে হাজার হাজার শুন্য পদের কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেতে চলেছে। জানা গিয়েছে 6 টি ডিপার্টমেন্টে সব মিলিয়ে মোট 84,866 কনস্টেবল নিয়োগ করা হবে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা আগামী ২৪ শে নভেম্বর থেকে আবেদন করতে পারবে।

ভ্যাকেন্সি ডিটেলস 

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের ডেপুটি সেক্রেটারি জুহি ভার্মা গত 20শে সেপ্টেম্বর জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে ৮৫ হাজারের কাছাকাছি যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। তিনি জানিয়েছেন, এই নিয়োগ হবে সশস্ত্র সীমাবল – 8,273, বর্ডার সিকিউরিটি ফোর্স – 19,987, CRPF – 29,283, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স – 19,475, , ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সে – 4,142 এবং আসাম রাইফেলের GD পদে মোট 3,706 জনকে নিয়োগ করা হবে।

আবেদন করার যোগ্যতা

১৮ থেকে ২৩ বছর বয়সী ভারতীয় ছাত্র ছাত্রী যাদের ন্যূনতম মাধ্যমিক পাশের যোগ্যতা রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, ভারত সরকারের নিয়ম অনুসারে, বিভিন্ন ক্যাটাগরির চাকরিপ্রার্থীরা 3 ও 5 বছরের বয়সের ছাড় পেয়ে থাকে।

নিয়োগ পদ্ধতি

সমস্ত পদে চাকরি করার জন্য প্রার্থীদের বেশ কয়েকটি ধাপে, নিজেদের যোগ্যতা যাচাই করতে হয়। প্রথমত, ১৬০ নম্বরের কম্পিউটার বেসড পরীক্ষা (CBE) দিতে হয়। দ্বিতীয় ধাপে রয়েছে শারীরিক মাপজোকের পরীক্ষা(PST) এবং রয়েছে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET). এবং সবশেষে রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন।

আবেদন কবে থেকে শুরু হবে

অফিসিয়াল ভাবে দেওয়া তথ্য অনুসারে, আগামী ২৪ শে নভেম্বর থেকে এই সমস্ত পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। ইচ্ছুক ছাত্রছাত্রীরা আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবে।

পরীক্ষার প্র্যাকটিস সেট, মক টেস্ট পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ গ্রুপ এবং Telegram Channel এ যুক্ত হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button