Private Job: ডিগ্রী ছাড়া বড়ো কোম্পানিতে চাকরি পাবে কিভাবে?

আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে, বড় বড় প্রাইভেট ফার্ম বা কোম্পানি গুলিতে চাকরি পাওয়া। তবে স্বপ্ন থাকলেই কি সব স্বপ্ন সফল হয়? ইচ্ছা আছে বড় প্রাইভেট কোম্পানিতে চাকরি পাওয়ার, কিন্তু সেই যোগ্যতা নেই। অথবা যোগ্যতা থাকলেও কোন জায়গা থেকে বড় এবং ভালো প্রাইভেট চাকরির খোঁজ পাওয়া যেতে পারে অথচ কোন টাকাও লাগবে না, সে ব্যাপারেও জানা নেই। এমন সমস্যা যদি আপনারও থেকে থাকে, তাহলে এই আর্টিকেলটি সম্পূর্ণ আপনার জন্য।

আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিকে সম্পূর্ণ দুটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমরা জানাবো কিভাবে তোমরা পরীক্ষা দিয়ে একটি বড় প্রাইভেট চাকরি পেতে পারো। দ্বিতীয় ধাপে জানাবো, কিভাবে সম্পূর্ণ নিজের দায়িত্বে ও কেরামতিতে সমস্ত কিছু দেখে ও বুঝে একটি বড় প্রাইভেট চাকরি পেতে পারো।

যেকোনো প্রাইভেট ফার্ম দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের ফার্ম যারা ন্যাশনাল লেভেলে কাজ করে থাকে। অন্যটি লোকাল লেভেলে কাজ করে। তুমি যদি ন্যাশনাল লেভেলের কোম্পানিগুলোর সাথে কাজ করতে চাও, তাহলে তুমি অনেক ধরনের বেনিফিট পাবে। সেলারি বেশি পাবে, প্রমোশন তাড়াতাড়ি হবে, কাজ করার পরিমান কম। এছাড়াও একাধিক ফ্যাসিলিটি রয়েছে এই সমস্ত কোম্পানির কাজগুলিতে।

বেশ কিছুই ফ্যাসিলিটি রয়েছে, সেগুলি হল – (১) তুমি নিজস্ব ঘর পাবে, (2) বিদেশ ট্রিপ পাবে, (3). গাড়ি, ইত্যাদি বেনিফিট পাবে। এছাড়াও যারা লোকাল লেভেলের কোম্পানি হিসেবে কাজ করে তাদের এমপ্লয়দের বেশ কিছু সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। আমরা এই নিবন্ধের মাধ্যমে দুটি লেভেলের চাকরি সম্বন্ধে খুব সুন্দরভাবে আলোচনা করতে চলেছি। যাতে তোমরা যারা খুব তাড়াতাড়ি একটি ভালো চাকরি পেতে চাইছো, তাদের খুব সুবিধা হবে। আর কথা না বাড়িয়ে চলুন আজকের এই আর্টিকেলটি শুরু করা যাক।

Relevel by Unacademy

পরীক্ষা দিয়ে বেসরকারি চাকরি পাওয়ার জন্য জনপ্রিয় সাইট Unacademy একটি বিশেষ এডুকেশনাল প্লাটফর্ম Relevel কে লঞ্চ করেছে। Relevel এই প্লাটফর্মটি তোমাকে বাড়িতে বসে খুব কম সময় ভালো বেতন যুক্ত একটা প্রাইভেট সেক্টর জব খুঁজে দিতে সাহায্য করবে।

আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না? তাহলে আপনাকে বুঝিয়ে বলি। আমরা ভারতবাসী যখন একটি চাকরি খুঁজতে যাই, তখন আমরা আমাদের ডিগ্রী আর সার্টিফিকেটের উপর বেশি গুরুত্ব দেই। কিন্তু Relevel থেকে তোমরা তোমাদের স্কিল এর উপর ভিত্তি করে চাকরি পেতে পারো।

তোমার বয়স যদি ১৮ বছরের বেশি হয়, তাহলে তুমি সম্পূর্ণ বিনামূল্যে Relevel এর মাধ্যমে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। পরীক্ষাটি পাঁচটি ধাপে কমপ্লিট করা হবে। এখানে যদি তুমি খুব ভালো স্কোর তুলতে পারো, তাহলে বড় বড় কোম্পানি গুলি তোমাকে সরাসরি চাকরি দেবে। এই পাঁচটি ধাপে মোট ১০০০ নম্বরের পরীক্ষা হবে। 

তোমাদেরকে জানিয়ে রাখি এই পরীক্ষায় মিনিমাম ৭০ শতাংশ তুলতে হবে। ৭০% র কম হলে হবে না। এখানে যদি তুমি ৭০ শতাংশের বেশি নম্বর অর্থাৎ ৭০০ র বেশি নম্বর তুলতে পারলে ২০০ র বেশী বড়ো বড়ো কোম্পানি গুলিতে (যেমন – Meesho, Vedantu, ule, urban, etc) চাকরির সুযোগ করে দেবে।

এই সমস্ত বড় বড় কোম্পানি গুলি সার্টিফিকেট দেখেনা। বরং প্রচুর প্রচুর স্কিল বেসড ছেলেমেয়ে নিয়োগ করে। তারা যখন স্কিল্ড ছেলেমেয়ে পায়না, তখন সমস্ত বড় বড় কোম্পানিগুলি Relevel এর মতো প্রতিষ্ঠানগুলির সঙ্গে যোগাযোগ করে। Relevel এ অংশগ্রহণ করে যে সমস্ত প্রার্থী পরীক্ষা দিচ্ছে, এবং যাদের ভালো স্কোর হচ্ছে তাদের নম্বর Relevel বড় বড় কোম্পানিগুলোকে দিয়ে দিচ্ছে। তখন কোম্পানি সরাসরি তোমাকে ডেকে নেবে।

এই প্রসেস এপ্লাই করে তুমি বাড়িতে বসে মাত্র একটি পরীক্ষা দিয়ে সহজেই একটি বড় কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়ে যেতে পারো। এই সমস্ত কোম্পানিগুলিতে ভাল ইন্টারভিউ দিলে তুমি অবশ্যই চাকরি পাবে। এই সমস্ত কোম্পানিগুলি ন্যাশনাল লেভেলে কাজ করে থাকে।

আর এখানে সব থেকে মজার বিষয় হল, Relevel এ তুমি যে পরীক্ষা দেবে আর সিলেবাস তোমাকে অনেক আগেই দিয়ে দেওয়া হবে। এছাড়াও এই প্লাটফর্মে তুমি সম্পূর্ণ ফ্রিতে মক টেস্ট দেওয়ার সুযোগ পর্যন্ত পাবে। বেশ কয়েকটি মক টেস্ট দিলেই তুমি বুঝতে পারবে, কি ধরনের প্রশ্ন এখানে দেওয়া হবে। মজার বিষয় হল তুমি তোমার মনের মত সময়, অর্থাৎ যখন তুমি মনে করবে সিলেবাস কমপ্লিট মক টেস্ট দিয়ে ভালো স্কোর হচ্ছে, তারপরে তুমি একটা নির্দিষ্ট তারিখ চুজ করে পরীক্ষা দিতে পারবে। সমস্ত কিছু প্রসেস সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তাই এটা তোমাদের জন্য এটা খুব ভালো একটা স্কোপ। তোমরা অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগাতে পারো। 

Google এর মাধ্যমে কাজ খুজুন

এক্ষেত্রে তোমাকে নিজের চুস করতে হবে কোন জবটি তুমি করতে চাইছ। এখানে তুমি তোমার রাজ্যের মধ্যেও কাজ করতে পার আবার রাজ্যের বাইরেও কাজ করতে পারো। তুমি এই দুই ভাবেই কাজটি খুঁজতে পারো। তবে তুমি কোনটা প্রেফার করছো সেটা তোমার উপর নির্ভর করছে। কি ধরনের কোথায় কাজ করবে, সেই ব্যাপারে ডিসিশন নেওয়া হয়ে গেলে, এবার আসবে কাজ খোঁজার পালা। তোমাদের এই কাজ খোঁজার বিষয়টিকে কয়েকটি স্টেপে ভাগ করেছি। চলুন নিচে সবিস্তারে আলোচনা করা যাক।

Step 1

আপনি ধরুন, পশ্চিমবঙ্গে কাজ করতে চাইছেন. এক্ষেত্রে আপনার প্রথমেই গুগলে গিয়ে সার্চ করতে হবে, top 10 private sector job in West Bengal’. তালিকা সার্চ করার পর ওয়েস্ট বেঙ্গলের টপ ১০ প্রাইভেট সেক্টর কোম্পানি জব লিস্ট সামনে চলে আসবে। Best প্রাইভেট সেক্টর কোম্পানিগুলির লিস্ট তৈরি করুন। তারপর লিস্ট ধরে ধরে প্রত্যেকটি কোম্পানির রিভিউ কমেন্টস অন্যান্য বিষয়গুলি চেক করতে থাকুন।

Step 2

আপনি মনে রাখবেন এই সমস্ত কোম্পানিগুলি আপনার ডকুমেন্টস ও ডিগ্রীর সাথে সাথে, কোন বিষয়ে কতখানি স্কিল রয়েছে তা অবশ্যই দেখবে। এক্ষেত্রে প্রথমেই তোমাকে ইংলিশের দিকে খেয়াল করতে হবে। ইংলিশ লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। এর সাথে সাথে থাকতে হবে কম্পিউটার নলেজ। কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে। তোমাকে অবশ্যই ক্রিয়েটিভিটি হতে হবে। 

Step 3

সমস্ত কিছু চেক করার পর আপনার যেখানে সব থেকে ভালো লাগবে, এই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জব সেকশনে ক্লিক করুন। এখানে গিয়ে চেক করুন এই জবের এপ্লাই করতে কি ধরনের কোয়ালিফিকেশন প্রয়োজন। বিশেষত কেমন ধরনের পরীক্ষা হয়? ইন্টারভিউ কেমন হয়? সবকিছু জেনে নিয়ে সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে আবেদন করুন। 

Join Whatsapp GroupClick Here
Join Telegram ChannelClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button