নবান্নতে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নবান্নতে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর। সম্প্রতি রাজ্যের নবান্নর অফিসের ওয়েবসাইটের মাধ্যমে স্বরাষ্ট্র ও পার্বত্য বিভাগের বেশ কিছু শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। ইচ্ছুক প্রার্থী যারা জুনিয়র কনসালটেন্ট এবং কনসালটেন্ট পদে চাকরি করতে ইচ্ছুক তাদেরকে, অন্তিম তারিখ অতিক্রম করার পূর্বে অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্যে অফলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর কথা না বাড়িয়ে চলুন, এই রিক্রুটমেন্ট সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভ্যাকান্সি ডিটেলস

 অফিসিয়াল নোটিফিকেশন অনুসারে, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগে Consultant এবং Junior Consultant পদে নিয়োগ করা হবে। যেখানে মোট শূন্য পদের সংখ্যা 3 টি। তবে পরবর্তীকালে এই শূন্য পদের সংখ্যা আরো বৃদ্ধি করা হতে পারে।  

যোগ্যতা

উভয় পোষ্টের ক্ষেত্রে যোগ্যতার ক্রাইটেরিয়া সম্পন্ন ভিন্ন। যেমন কনসালটেন্টJunior Consultant পদে আবেদন করার জন্য প্রার্থীদের ভারত সরকার স্বীকৃত যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে Masters Degree অর্জন করতে হবে।

তবে উভয় পদের ক্ষেত্রে এক্সপেরিয়েন্স ক্রাইটেরিয়াটি কিছুটা আলাদা। যেমন কনসালটেন্ট পরে আবেদন করার জন্য  2 বছরের বেশি ওয়াক এক্সপেরিয়েন্স থাকা প্রয়োজন। অন্যদিকে, Junior Consultant পদে আবেদন করার জন্য প্রার্থীদের 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের দরকার হয়। 

বয়সের সময়সীমা

অফিসিয়াল নোটিফিকেশন অনুসারে, আবেদনকারীর সর্বোচ্চ বয়সের সময়সীমা ৩৬ বছর। তবে বিভিন্ন সংরক্ষিত ক্যাটাগরির ছাত্র-ছাত্রীরা 3 ও 5 বছরের বয়সের ছাড় পেয়ে থাকে। 

নিয়োগ পদ্ধতি

প্রার্থীদের কেবলমাত্র Walk in Interview এর মাধ্যমিক যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্নকরণ করা হবে।

বেতনের পরিমান

যাচাই-বাছায়ের পরে যে সমস্ত প্রার্থী নির্বাচিত হবে, তাদের মধ্যে Junior Consultant পদে চাকরি পাওয়া প্রার্থীরা মাসিক 75,000/- টাকা এবং Consultant পদে চাকরি পাওয়া প্রার্থীরা মাসিক 1,25,000/- টাকা করে বেতন পাবে। 

আবেদন পদ্ধতি

প্রার্থীদের অফলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর জন্য প্রথমে প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদনপত্রটিকে পূরণ করুন ও নির্দিষ্ট অফিসিয়াল অ্যাড্রেসে পাঠাতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button