কোলকাতা বিশ্ববিদ্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কারা আবেদন করতে পারবে?

কোলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করবে অর্থাৎ আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, বেতন ও এই চাকরি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পেতে হলে নিচের প্রতিবেদনটি ভালোভাবে অনুসরণ করুন। কোলকাতা বিশ্ববিদ্যালয়ে মোট চারটি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।

  1. 1)Technical Assistant – Back Office

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট Back Office- পদের জন্য আপনাদের স্নাতক পাস হতে হবে ও কম্পিউটারের নলেজ থাকতে হবে। অফিসিয়াল নোটিসে উল্লেখ করা রয়েছে যদি আপনাদের কোন সরকারি দপ্তরে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এই চাকরির ক্ষেত্রে অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। এই পদের চাকরির জন্য আপনারা মাসিক বেতন হিসেবে ২৫ হাজার টাকা করে পেয়ে যাবেন। সর্বোচ্চ বয়স এই পদের জন্য রাখা হয়েছে 35 বছর|

  1. 2)Technical Assistant – Lab Assistant

ল্যাব এসিস্ট্যান্ট পদের জন্য শূন্য পদ রয়েছে মোট তিনটি। (UR – ১,UR-১(EWS),ST-১)| ল্যাব এসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য আপনাদের স্নাতক পাস হতে হবে এবং ল্যাব ইন্সট্রুমেন্ট ম্যানেজ করার নলেজ থাকতে হবে। অফিসিয়াল নোটিসে উল্লেখ করা রয়েছে যদি আপনাদের বায়োলজিক্যাল ল্যাবে ল্যাব এসিস্ট্যান্ট পদে কোন সরকারি দপ্তরে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা ইন্টারভিউ এ অ্যাডভান্টেজ পেয়ে যাবেন।সর্বোচ্চ 35 বছর অব্দি আপনারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং এই চাকরি পেলে আপনাদের মাসিক বেতন হবে ২৫ হাজার টাকা। 

3)Technical Assistant – Computer Lab

কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট এর জন্য মোট শূন্য পদ রয়েছে তিনটি।{ UR – ১,OBC-A-১,SC-১}| কম্পিউটার ল্যাব এসিস্টেন্ট পদে আবেদন করার জন্য আপনাদের স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে। অফিসিয়াল নোটিশে উল্লেখ করা হয়েছে যদি আপনাদের ইনফরমেশন টেকনোলজির উপরে ডিপ্লোমা করা থাকে এবং কম্পিউটার হার্ডওয়ার মেনটেনেন্স এর কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা ইন্টারভিউ অ্যাডভান্টেজ পেয়ে যাবেন।সর্বোচ্চ 35 বছর অব্দি এই চাকরির জন্য আবেদন করা যাবে এবং এই চাকরি পেলে আপনাদের মাসিক বেতন হবে ২৫ হাজার টাকা।

4) Peon 

পিয়ন পদের জন্য মোট শূন্য পদ রয়েছে দুটি এখানে আপনারা মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। অফিসিয়াল নোটিসে উল্লেখ করা রয়েছে যদি আপনাদের এই কাজের উপরে কোন সরকারি দপ্তরে অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা ইন্টারভিউ অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। সর্বোচ্চ 35 বছর অব্দি আপনারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং এই চাকরি পেলে আপনাদের মাসিক বেতন হবে ১২ হাজার টাকা।

নিয়োগ পদ্ধতি – এই চাকরির জন্য প্রথমে আপনাদের সরাসরি ইন্টারভিউতে ডাকা হবে ইন্টারভিউতে পাস করলে আপনাদের লেখা পরীক্ষার জন্য ডাকা হবে এবং তার উপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশিত করা হবে তারপর আপনাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

আবেদন পদ্ধতি – অফিসিয়াল নোটিফিকেশনে একটি এপ্লিকেশন ফরম্যাট দিয়ে দেওয়া রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের ফিলাপ করে ও তার সাথে নোটিশের চাওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলির জেরক্স কপি ১৮ই ডিসেম্বরের মধ্যে কোলকাতা ইউনিভার্সিটিতে আপনাদের পাঠিয়ে দিতে হবে। বিশদে জানতে হলে নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন এর লিংক থেকে ক্লিক করে অফিশিয়াল নোটিশ দেখে নিন।

আবেদনের শেষ তারিখ ১৮ই ডিসেম্বর ২০২৩

Official Notice – Click Here

Official Website – Click Here

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button