WBPSC Food SI Practice Set 17 PDF Download | ফুড এসআই প্রাকটিস সেট 2023

প্রতিদিনের মতো আজও আমরা WBPSC Food SI Practice Set 17 নিয়ে উপস্থিত হলাম। এই প্রাকটিস সেট গুলি আমরা আমাদের স্পেশাল টিমের দ্বারা প্রস্তুত করে থাকি। যারা বিগত ১০ বছর ধরে Food SI পরীক্ষায় আসা এবং এই বছরে কি ধরণের প্রশ্ন আসতে পারে সেগুলি অ্যানালাইসিস করে Practice Set গুলিকে প্রস্তুত করে। এবং সেই প্রাকটিস সেট গুলি প্রতিদিন আমাদের ওয়েবসাইট wbexamguide.com এ আপলোড করা হয়। আপনারা এই প্র্যাক্টিস সেট গুলিতে অংশগ্রহণ করে আপনাদের প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যান। আপনি মনে রাখবেন আমাদের গাইড আর আপনার সাফল্য। 

(1). ভারতের প্রত্যক্ষ গণতন্ত্রের উদাহরণ কোনটি?

(a) নগর পঞ্চায়েত (b) জেলা পঞ্চায়েত (c) ক্ষেত্র পঞ্চায়েত (d) গ্রামসভা

(2). আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী উপজাতিরা কোন জাতির অন্তর্ভুক্ত?

(a) ককেশয়েড (b) অস্ট্রালয়েড (c) নেগ্রোয়েড (d) মঙ্গোলয়েড

(3). বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে?

(a) 25 বছর (b) 21 বছর (c) 35 বছর (d) 30 বছর

(4). ভারতের উচ্চতম এয়ারপোর্ট__

(a) পিথোরাগড় এয়ারপোর্ট (b) ধর্মশালা এয়ারপোর্ট (c) দেরাদুন এয়ারপোর্ট (d) লেহ এয়ারপোর্ট

(5). গ্রীনপার্ক স্টেডিয়াম ভারতের কোন শহরে অবস্থিত?

(a) দেরাদুন (b) বেঙ্গালুরু (c) কানপুর (d) চন্ডিগড়

(6). নিম্নলিখিত কোনটি ভুল? 

(a) পুরুলিয়া – চুনাপাথর (b) বর্ধমান – কয়লা (c) বাঁকুড়া – ম্যাঙ্গানিজ (d) বীরভূম – চিনামাটি

(7). নিম্নলিখিত কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ নয়?

(a) নাল্লামালাই (b) অগস্ত্যমালাই (c) পাঁচমারী (d) নীলগিরি

(8). চাপ বৃদ্ধি পেলে বরফের গলনাঙ্ক__

(a) পরিবর্তিত হয় না (b) বৃদ্ধি পায় (c) বরফের অশুদ্ধির উপর নির্ভর করে (d) হ্রাস পায়

(9). হিমালয়ান ফরেস্ট রিসার্চ সেন্টার ভারতের কোন শহরে অবস্থিত?

(a) ভুটান (b) দেরাদুন (c) সিমলা (d) শ্রীনগর

(10). কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নাবার্ড তৈরি হয়েছিল?

(a) পঞ্চম পরিকল্পনা (b) চতুর্থ পরিকল্পনা (c) অষ্টম পরিকল্পনা (d) ষষ্ঠ পরিকল্পনা

Ans: (1) গ্রামসভা, (2) নেগ্রোয়েড, (3) 30 বছর, (4) লেহ এয়ারপোর্ট, (5) কানপুর, (6) বাঁকুড়া – ম্যাঙ্গানিজ, (7) নাল্লামালাই, (8) হ্রাস পায়, (9) সিমলা, (10) ষষ্ঠ পরিকল্পনা

Food SI Practice Set PDF Download

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button