21 December 2023 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

21 December 2023 এর Current Affairs নিয়ে চলে এলাম। এই নিবন্ধটিতে মোট ১০ টি সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা আলোচনা করা হচ্ছে। যে ঘটনা গুলি ইতিমধ্যেই ২০শে ডিসেম্বর ২০২৩ এ ঘটে গেছে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সমস্ত ধরণের চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। তাই বেশী কথা না বাড়িয়ে, চলুন আজকের কারেন্ট অ্যাফেয়ার্স গুলিকে দেখে নেওয়া যাক। 

সম্প্রতি অনুষ্ঠিত ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘best film award’ জিতলো কোন দেশ?

(i) ইউক্রেন (ii) ইজরায়েল (iii) দক্ষিণ আফ্রিকা (iv) কেনিয়া

ইসরায়েল সরকার ভারতে নতুন রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করল? 

(i) না গিলন (ii) রন মালকা (iii) বীরবল সাহনি (iv) রিউভেন আজার

সম্প্রতি অনুষ্ঠিত ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার কে জিতল?

(i) জেমস ক্যামেরন (ii) কার্লোস ড্যানিয়েল মালাভে (iii) স্টিভেন স্পিলবার্গ (iv) টিম বর্তন 

২০২৩ সালে কে দিওয়ালি পাওয়ার অফ ওয়ান অ্যাওয়ার্ড পেলেন?

(i) মিরোস্ল্যাভ লাজকাক (ii) বান কি মুন (iii) কিম সুক (iv) মীরসাদা কোলাকোভিচ 

উত্তরাখান্ড একদিনে কতগুলি ভৌগলিক ট্যাগ সুরক্ষিত করে ঐতিহাসিক রেকর্ড অর্জন করল? 

(i) 18 (ii) 15 (iii) 20 (iv) 17

সংখ্যালঘু অধিকার দিবস কত তারিখে পালন করা হয়?

(i) 18ই ডিসেম্বর (ii) 17ই ডিসেম্বর (iii) 14ই ডিসেম্বর (iv) 19ই ডিসেম্বর 

২০২৩ সালে গুগল সার্চ এর শীর্ষে কোন ইভেন্টটি ছিল?

১) Karnataka election result (২) Satish Kaushik (৩) ipl (৪) Chandrayaan 3

২০২৩ সালে গুগল সার্চ এর শীর্ষে ছিল কোন ব্যাক্তি?

(১) রবীন্দ্র জাদেজা (২) কিয়ারা আদভানি (৩) মোঃ শামী (৪) শুভমান গিল

ভারতের কোন শহর best cities to live in India 2024 এর তালিকায় শীর্ষে রয়েছে?

(i) হায়দ্রাবাদ (ii) নিউ দিল্লি (iii) মুম্বাই (iv) পুনে 

সম্প্রতি পাওয়া খবর অনুসারে চীন কোন দেশের সঙ্গে যৌথভাবে ‘MisrSat – 2’ স্যাটেলাইট লঞ্চ করল?

(i) আফগানিস্তান (ii) ইরান (iii) ইজিপ্ট (iv) দক্ষিণ কোরিয়া

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button