22 January 2024 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবে

আজা আমরা এই নিবন্ধের মাধ্যমে 22 January 2024 এর Current Affairs নিয়ে চলে এলাম। যে current affairs গুলি থেকে আপনারা সরাসরি কমন পাবেন। আমরা প্রতিদিন এই current affairs আমাদের website এ পাবলিশ করে থাকি। আপনারা দ্রুত আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে চোখ বুলিয়ে নিন। 

সম্প্রতি আসামের সর্বোচ্চ সম্মান ‘অসম বৈভব’ দেওয়া হলো, এই সম্মান কে পেলো?

(i) নীতিন গকরি (ii) রঞ্জন গগৈ (iii) ধর্মেন্দ্র প্রধান (iv) পীযুষ গোয়েল

Miss America 2024 শিরোপা কে জিতল?

(i) ম্যাডিসন মার্শ (ii) এলি ব্রেকস (iii) ঋতু গোস্বামী (iv) কেউ নয়

পেঙ্গুইন সচেতনতা দিবস কত তারিখে পালন করা হয়?

(i) ২১শে জানুয়ারি (ii) ২০শে জানুয়ারি (iii) ২৩শে জানুয়ারি (iv) ২২শে জানুয়ারি 

ভারতের নবম ক্লাসিক্যাল ল্যাংগুয়েজ হিসেবে কোন ভাষাকে অন্তর্ভুক্ত করা হলো?

(i) উর্দু (ii) ফার্সি (iii) আরবি (iv) ফরাসি

৪৭ তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি কি?

(i) রাশিয়া (ii) ফ্রান্স (iii) বাংলাদেশ (iv) UK  

বিশ্বের সবথেকে উঁচু বি আর আম্বেদকরের মূর্তি কোথায় স্থাপন করা হলো?

(i) অন্ধ্রপ্রদেশ (ii) চেন্নাই (iii) উত্তর প্রদেশ (iv) কেরালা 

Sashastra Seema Bal এর ডিরেক্টর জেনারেল পদে কাকে নিযুক্ত করা হয়েছে?

(i) আকাশ সিং (ii) অজয় কৌর (iii) দালজিত সিং চৌধুরী (iv) সোমনাথ শর্মা 

সম্প্রতি কাকে প্রাইম ভলিবল লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডের পদে নিযুক্ত করা হলো?

(i) শাহরুখ খান (ii) অক্ষয় কুমার (iii) রণবীর সিং (iv) ঋত্বিক রোশন  

Fertilizing the future শিরোনামে বইটির লেখক কে?

(i) ধর্মেন্দ্র প্রধান (ii) মানসুখ মান্দাভিয়া (iii) জগদীপ ধনকর (iv) উপরের কেউই নয় 

সম্প্রতি মৎস্যজীবীদের সহায়তা করার জন্য artificial reef project এর উদ্বোধন কোন রাজ্য করল?

(i) কেরালা (ii) অন্ধ্রপ্রদেশ (iii) ওড়িশা (iv) তামিলনাড়ু.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button