WBPSC Food SI Practice Set 76, ফুড এসআই প্রাকটিস সেট 2023

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার 76 তম প্রাক্টিস সেট নিয়ে উপস্থিত হলাম। ইতিমধ্যে যে সমস্ত ছাত্রছাত্রী ও পরীক্ষার্থীরা 75 টি প্রাক্টিস সেট দেখে ফেলেছো তারা দ্রুত, আজকের নতুন WBPSC Food SI Practice Set টি দেখে নাও। 

সুভাষ চন্দ্র বসু দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন?

(i) ত্রিপুরী (ii) হরিপুরায় (iii) পাটনায় (iv) ওয়াধায় 

(2). নিন্মে উল্লেখিত __ বোসের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না?

(i) শাহনাওয়াজ খান (ii) পি কে সাহগাল (iii) জি এস ধীলন (iv) ক্যাপ্টেন মোহন সিং   

(3) __ এর পতনের পরে আজাধীন ফৌজ ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেছিল?

(i) ইতালি (ii) জার্মানি (iii) দ্বিতীয় মহাযুদ্ধের অবসান (iv) জাপান  

(4). ভারতীয় জাতীয় বাহিনীর INA প্রতিষ্ঠাতা অধিনায়ক ছিলেন__

(i) ক্যাপ্টেন মোহন সিং (ii) রাসবিহারী বসু (iii) নেতাজি সুভাষচন্দ্র বসু (iv) উপরোক্ত কোনোটিই নয়  

(5). বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় কোন মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়?

(i) স্যাটেলাইট ইমেজারী (ii) টোপোগ্রাফিকাল মানচিত্র (iii) অক্সফোর্ড অ্যাটলাস (iv) সি আই এস 

(6). ভারতের প্রথম “Remote Sensing Satellite” কোনটি?

(i) P4 (ii) P6 (iii) CARTOSAT1 (iv) IRS 1A

(7). একটি দন্ড চুম্বকের কেন্দ্রের চুম্বকত্ব কেমন হয়?

(i) সর্বোচ্চ (ii) সর্বনিম্ন (iii) সর্বনিম্ন বা সর্বোচ্চ  (iv) শূন্য  

(8). পৃথিবীর চৌম্বক ক্ষেত্র __ 

(i) বহুবার উল্টাইয়াছে (ii) কখনোই বদলায় না  (iii) উৎপন্ন হয় একটি স্থায়ী লৌহ চুম্বক ক্ষেত্র থেকে (iv) পৃথিবীর কেন্দ্রে কেন্দ্রীভূত  

(9). দশম পরিকল্পনায় কোন ক্ষেত্রে সব থেকে বেশি অর্থ বরাদ্দ করা হয়েছিল?

(i) শক্তি (ii) কৃষি (iii) যোগাযোগ ব্যবস্থা (iv) সামাজিক পরিষেবা    

(10). একাদশ পরিকল্পনার উন্নয়নের হারের সংশোধিত লক্ষ্যমাত্রা কি ছিল?

(i) ৮.৫ শতাংশ (ii) ৮ শতাংশ (iii) ৮.১শতাংশ(iv) ৯ শতাংশ

Ans: (1) ত্রিপুরী (2) ক্যাপ্টেন মোহন সিং (3) জাপান (4) ক্যাপ্টেন মোহন সিং (5) স্যাটেলাইট ইমেজারী (6) IRS 1A (7) শূন্য (8) বহুবার  উল্টাইয়াছে (9) শক্তি (10) ৯ শতাংশ।  

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button