WBPSC Food SI Practice Set 74: ফুড সাব ইন্সপেক্টর প্রাক্টিস সেট ৭৪, প্রস্তুতি নেওয়া শুরু করুন

WBPSC Food SI Practice 74 আপলোড করা হল। আপনারা যার এর আগে ৭৩ টি প্র্যাকটিস সিটে অংশগ্রহণ করে ফেলেছেন, তাদেরকে দ্রুত এই লেটেস্ট প্র্যাকটিস সেটটিতে অংশগ্রহণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই প্র্যাকটিস সেট গুলি থেকে আপনারা কনফার্ম প্রচুর প্রশ্ন কমন পাবেন। 

(1)”আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি”- কার উক্তি?

(i) লর্ড কার্জন (ii) ফজলুল হক (iii) লর্ড মাউন্টব্যাটেন (iv) স্ট্রাফোর্ড ক্রিপস    

(2). মুসলিম লীগ পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়েছিল__ 

(i) ১৯৪০ (ii) ১৯৩৯ (iii) ১৯৪২ (iv) ১৯৪১  

(3) ভারতের মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন__

(i) সৈয়দ আহমেদ খান (ii) নবাব সলিমুল্লাহ (iii) আর এ কিদোয়াই (iv) আব্দুল গাফফর খান  

(4). __ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।

(i) 1906 (ii) 1904 (iii) 1915 (iv) 1910

(5). খাড়িয় বদ্বীপ হল __

(i) মিসিসিপির বদ্বীপ (ii) রাইনের বদ্বীপ   (iii)ভলগার বদ্বীপ (iv) গঙ্গার বদ্বীপ  

(6). বায়ুমন্ডলের সর্ব নিম্নতম স্তর কোনটি?

(i) স্ট্যাটোস্ফিয়ার (ii) ট্রপোস্ফিয়ার (iii) আয়োনোস্ফিয়ার (iv) কোনোটিই নয়      

(7). X রশ্মি কি? 

(i) ইলেকট্রনের স্রোত (ii) খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ (iii) খালি চোখে দেখা যায় এমন বিকিরণ (iv) খুব লম্বা তরঙ্গ দৈর্ঘ্যের   তড়িৎ চুম্বকীয় বিকিরণ     

(8). সমতল দর্পণের প্রতিবিম্ব কি ধরণের?

(i) অসদ বিম্ব এবং উল্টানো (ii) সদবিম্ব এবং খাড়া (iii) সৎ বিম্ব এবং উল্টানো (iv) অসদবিম্ব  এবং খাড়া 

(9). স্বাধীন ভারতবর্ষে প্রথমবারের জন্য পরিকল্পনা থেকে বিরতির সময়কাল কোনটি?

(i) ১৯৬৬ থেকে ৬৮ (ii) ১৯৬৫ থেকে ৬৭ (iii) ১৯৬৫ থেকে ৬৮ (iv) ১৯৬৬ থেকে ৬৯   

(10). সর্বপ্রথম কোন পরিকল্পনাকালে বিকেন্দ্রীকৃত পরিকল্পনা (ভারতের প্ল্যানিং কমিশনে) চালু করেন?

(i) সপ্তম (ii) ষষ্ঠ (iii) দশম (iv) উপরের কোনোটিই নয় 

Ans: (1) লর্ড কার্জন (2) ১৯৪০  (3) নবাব সলিমুল্লাহ (4) 1906 (5) গঙ্গার বদ্বীপ (6) ট্রপোস্ফিয়ার (7) খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ  (8) অসদবিম্ব  এবং খাড়া (9) ১৯৬৬ থেকে ৬৯ (10) উপরের কোনোটিই নয়। 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button