Food SI Practice Set 71: ফুড সাব ইন্সপেক্টর প্রাক্টিস সেট ৭১, প্রস্তুতি নেওয়া শুরু করুন

দেখতে দেখতে আজকে আমরা Food Sub Inspector এর 70 তম প্র্যাক্টিস সেট নিয়ে চলে এলাম। ইতিমধ্যে যারা ৬৯ টি প্র্যাকটিস সেট দেখে ফেলেছেন, তাদেরকে ৭০ তম প্র্যাকটিস সেটে দ্রুত চোখ বুলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই প্র্যাকটিস সেট গুলি ইতিমধ্যেই অনেক প্রশংসা পেয়েছে। তাই আপনারা যদি নিয়মিত এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করতে পারেন, তাহলে আপনার পরীক্ষায় পাশ করার পথ অনেকটাই সুগম হবে। 

(1). ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল কবে?

(i) ১৯৪১ (ii) ১৯৪০ (iii) ১৯৪৫ (iv) ১৯৪২ 

(2). ক্রিপস প্রস্তাবকে কে “a post -dated cheque on a crashing bank ” বলেছিলেন?

(i) জওহরলাল নেহেরু (ii) গান্ধীজী (iii) বল্লভ ভাই প্যাটেল (iv) সুভাষচন্দ্র বসু    

(3) গান্ধীজী কেন কাইজার-ই-হিন্দ পদক ফিরাইয়া দিয়েছিলেন? 

(i) রাওলাট আইন (ii) জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড (iii) ইংরেজদের তুর্কি (তুরস্ক) এর প্রতি সুবিচার না করিতে চাওয়া (iv) চৌরিচৌরা ঘটনা   

(4). চৌরিচৌরা ঘটনার পর __ আন্দোলন প্রত্যাহার করা হয়। 

(i) আইন অমান্য (ii) ভারত ছাড়ো (iii) অসহযোগ (iv) কৃষক 

(5). ভায়া আগ্রা হয়ে কলকাতা মুম্বাই জাতীয় সড়কটি ___ নামে পরিচিত?

(i) NH-8 (ii) NH -5 (iii) NH-6 (iv) NH-3

(6). নিউ দিল্লির রিং রোড কিসের জন্য বিখ্যাত?

(i) ভারী যানবাহন মূল শহরে কেন্দ্রকে এড়িয়ে চলাচল করে (ii) মূল শহরের অভ্যন্তরে রাস্তাকে পরিহার করে (iii) কোনোটিই নয় (iv) ( A)  ও (B) উভয়ই 

(7). বাদুর অন্ধকারের মধ্যেও কেন কোনো বাঁধা পায়না?

(i) এদের রাতের দৃষ্টিশক্তি প্রখর (ii) এরা উড়ন্ত স্তন্যপায়ী (iii) কোন নির্দিষ্ট কারণ নেই (iv) এরা নিজেদের তৈরি আল্ট্রাসনিক তরঙ্গ কে অনুসরণ করে  

(8). একজন স্বাভাবিক মানুষ সব থেকে কাছে কত দূরত্ব থেকে দেখতে পায়?

(i) 50cm (ii) 25cm (iii) 10cm (iv) 80cm   

(9). একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মোট অন্তর্দেশীয় উৎপাদনে বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ধার্য করা হয়েছিল?

(i) ৯ শতাংশ (ii)  ৮ শতাংশ (iii) ১০ শতাংশ (iv) ৯.৫ শতাংশ    

(10). যোজনা কমিশন কি?

(i) আবিধিবদ্ধ সংস্থা (ii) বিধিবদ্ধ সংস্থা (iii) স্বশাসিত সংস্থা (iv) সংবিধান গত সংস্থা      

Ans: (1) ১৯৪২ (2) গান্ধীজী (3) ইংরেজদের তুর্কি (তুরস্ক) এর প্রতি সুবিচার না করিতে চাওয়া   (4) অসহযোগ (5) NH-3 (6) ( A)  ও (B) উভয়ই (7) এরা নিজেদের তৈরি আল্ট্রাসনিক তরঙ্গ কে অনুসরণ করে (8) 25cm (9) ৯ শতাংশ (10) আবিধিবদ্ধ সংস্থা 

Join Our Telegram group – Click Here

Join Our Whatsapp Group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button