ICDS Practice Set 45: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪৫, প্রস্তুতি নিতে শুরু করুন 

আমরা আশা করছি আপনারা প্রতিদিন আমাদের এই ICDS Anganwadi helpers and worker প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করছেন। যারা আজ নতুন এই প্র্যাকটিস সেটটিকে দেখছেন, তাদেরকে অতিসত্বর পুরনো প্র্যাকটিস সেট গুলিকে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করতে পারলে, আপনি আপনার প্রস্তুতিকে আরো নিখুঁত করে তুলতে পারবেন। তাই সময় নষ্ট না করে প্রতিদিন অন্তত একটি করে হলেও প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করে নিজের সাফল্যের দিকে এগিয়ে যান। 

(1). ১৯০৭ সালে কে জার্মানিতে ভারতীয় তিরঙ্গা পতাকা উত্তোলিত করেছিল?

(i) মাদাম ভিকাজি রুস্তম কামা (ii) শ্যামাজি  কৃষ্ণবর্মা  (iii) মদনলাল ধিংরা (iv) সাভারকর   

(2). ১৯৩৭ সালে কংগ্রেস মন্ত্রিসভা গঠনের পর কো  সালে তারা পদত্যাগ করেছিলো?

(i) ১৯৩৭ (ii) ১৯৩৮ (iii) ১৯৪০ (iv) ১৯৩৯       

(3). দেশের বাইরে ভারতের প্রথম শহীদ কে ছিলেন?

(i) তারকনাথ দাস (ii) মদন লাল ধিংড়া (iii) বি ডি সাভারকর (iv) লালা হরদয়াল   

(4). কোন ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং রাজগুরু এবং সুখদেব ফাঁসিতে প্রাণ দেন?

(i) লাহোর ষড়যন্ত্র মামলা (ii) কাকোরি  মামলা (iii) হরকত উল মুজাহিদিন (iv) মিরাট ষড়যন্ত্র মামলা  

(5). ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কি হচ্ছে?

(i) এক থাকছে (ii) বৃদ্ধি পাচ্ছে (iii) শূন্য (iv) কমছে   

(6). টোডা উপজাতিরা কোথায় বসবাস করে?

(i) ছত্রিশগড় (ii) ঝাড়খন্ড (iii) নীলগিরি পাহাড় (iv) উত্তরাখন্ড    

(7). একটি পেন্ডুলামের দোলন কীসের উপর নির্ভর করে?

(i) ইহার গোলকের ঘনত্বের ওপর (ii) ইহার গোলকের আকারের উপর (iii) ইহার গোলকের আয়তনের উপর (iv) ইহা দৈর্ঘ্যর উপর       

(8). পৃথিবীতে কিছুর ওজন ১২ কেজি হলে চাঁদে সেই জিনিসের ওজন কত হবে?

(i) ৯ কেজি (ii) ১৮ কেজি (iii) ২ কেজি (iv) ১২ কেজি

(9). বার্ষিক পরিকল্পনায় ১৯৬৬ – ৬৯ সালকে কি বলা হয়?

(i) হলিডে পরিকল্পনা (ii) স্বল্প স্থায়ী পরিকল্পনা (iii) বাকি সময়ের পরিকল্পনা (iv) একটি সময় যেটা সমস্ত চলতি পরিকল্পনা 

(10). নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বর্ধিত মূলধন অনুপাত কত ধরা হয়?

(i) ৪.০৮ (ii) ৩.৫ (iii) ৫ (iv) ৪.৫  

Ans: (1) মাদাম ভিকাজি রুস্তম কামা (2) ১৯৩৯(3) মদন লাল ধিংড়া (4) লাহোর ষড়যন্ত্র মামলা (5) কমছে (6) নীলগিরি পাহাড় (7) ইহা দৈর্ঘ্যর উপর (8) ২ কেজি (9) হলিডে পরিকল্পনা (10) ৪.৫.

Join Our Telegram group – Click Here

Join Our Whatsapp Group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button