আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 16th November 2023, চাকরির পরীক্ষায় 100% কমন

আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 16th November 2023, চাকরির পরীক্ষায় 100% কমন

আজকে আমরা 16th November 2023 এর Current Affairs নিয়ে উপস্থিত হলাম। এই নিবন্ধটিতে 15 তারিখে ঘটে যাওয়া সমস্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট গুলিকে তুলে ধরা হল। আর কথা না বাড়িয়ে চলুন আজকের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেওয়া যাক। 

ভারতের কোন শহর ২০২৩ সালে ২২ লক্ষ ২৩ হাজার প্রদীপ জ্বালিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করল?

(i) ভোপাল (ii) বারাণসী (iii) অযোধ্যা (iv) হায়দ্রাবাদ

ভারতের কোন রাজ্য প্রথম ‘ইউনিফর্ম সিভিল কোড’ চালু করল?

(i) তামিলনাড়ু (ii) বিহার (iii) উত্তরাখন্ড (iv) হরিয়ানা

সাম্প্রতিক কোন দেশ মেরু অঞ্চলের গবেষণার জন্য ১ বিলিয়ন ইউরো খরচ করতে চলেছে?

(i) নিউজিল্যান্ড (ii) ফ্রান্স (iii) নেদারল্যান্ড (iv) ইংল্যান্ড

সম্প্রতি ভারতের কোন রাজ্য প্রথমবারের মতো QR কোড সহ ভোটার তথ্য স্লিপ সমস্ত ভোটারদেরকে বিতরণ করা হলো?

(i) তামিলনাড়ু (ii) আসাম (iii) মধ্যপ্রদেশ (iv) ছত্রিশগড়

সম্প্রতি ভারতের কোন স্টেশনে শান্তনু ঠাকুর রেল কোচ রেস্তোরার উদ্বোধন করলেন?

(i) বাঁকুড়া (ii) হাওড়া (iii) কলকাতা (iv) শিয়ালদহ

সম্প্রতি ভারত এবং অন্য কোন দেশের নৌবাহিনীর মধ্যে ‘BONGOSAGOR 2023″ অনুশীলন শুরু হল?

(i) শ্রীলংকা (ii) বাংলাদেশ (iii) মালয়েশিযয়া (iv) জাপান

ভারতের কোন প্রাক্তন মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ” ICC Hall of Fame” এ অন্তর্ভুক্ত হলেন?

(১) হরমোনপ্রীত কৌর (২) মিতালী রাজ (৩) ডায়না এডুলজি (৪) শান্ত রঙ্গস্বামী 

শিশু দিবস কত তারিখে পালন করা হয়?

(১) 12 নভেম্বর (২) 13 নভেম্বর (৩) 14 নভেম্বর (৪) 15 নভেম্বর

সম্প্রতি কোন ক্রিকেটার এক দিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকারের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন?

(i) বাবর আজম (ii) রোহিত শর্মা (iii) শুভমন গিল (iv) বিরাট কোহলি 

সাম্প্রতিক কোন দেশের মহিলা টেনিস টিম এই প্রথমবারের জন্য ‘2023 Billie Jean King cup’ জিতলো?

(i) ফ্রান্স (ii) কানাডা (iii) ব্রাজিল (iv) জার্মানি

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button