SSC GD Constable Practice Set 23: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

আজকে নিবন্ধের মাধ্যমে SSC GD Constable Practice Set 23 আপলোড করা হল। যে প্র্যাক্টিস সেট গুলি তে অংশগ্রহণ করা হলে, আপনারা আপনাদের প্রস্তুতিকে আরো শক্তিশালী করে তুলতে পারবেন। আমরা আমাদের ওয়েবসাইটে নিয়মিত SSC GD Constable Practice Set আপলোড করে চলেছি। আপনারা দ্রুত এই নতুন প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করে সাফল্যের দিকে এগিয়ে যান। 

(1). মহাত্মা গান্ধী কোন ঘটনার পর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন?

(i) রাওলাট আইন (ii) চৌরিচৌরা (iii) ডান্ডি মার্চ (iv) জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড   

(2). গান্ধীজি “করেঙ্গে ইয়া মরেঙ্গে” ডাক কোন আন্দোলনের শুরুতে দিয়েছিলেন ?

(i) নৌ বিদ্রোহ (ii) ভারত ছাড়ো আন্দোলন (iii) দলিত হরিজন আন্দোলন (iv) খিলাফৎ আন্দোলন

(3). ভারতীয় সমস্যার একমাত্র সমাধান ভারত বিভাজন, এই উক্তিটি কার?  

(i) মোহাম্মদ ইকবাল (ii) ফজলুর হক (iii) মোহাম্মদ আলী জিন্নাহ (iv) চৌধুরী রহমত আলী          

(4). মুসলিম লীগ ঘোষিত প্রত্যক্ষ সংগ্রাম কত সাল থেকে শুরু হয়?

(i) আগস্ট 14, 1946 (ii) আগস্ট 12,1946 (iii) আগস্ট 16,1946 (iv) আগস্ট 15, 1946  

(5). ভারতের উপমহাদেশের ধ্বংস বলয় কোথায় অবস্থিত?

(i)  জম্মু-কাশ্মীরে (ii) রাজস্থানে (iii) পশ্চিমবঙ্গে (iv) নেপালে   

(6). বায়ু দ্বারা ক্ষয় নিয়ন্ত্রণের সর্বোত্তম উপায় কোনটি?

(i) উদ্ভিদ অপসারণ (ii) বনসৃজন (iii) বাতাসের গতি নিরোধের ব্যবস্থা করা (iv) ড্রাই ফামিং        

(7). একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব কোনটি?

(i) 4f থেকে কম (ii) 4f থেকে বেশি (iii) 4f এর সমান (iv) 2f এর সমান

(8). গ্লিসারলে নিমজ্জিত একটি স্বচ্ছ কাঁচখন্ড   পৃথকভাবে দৃশ্যমান না হওয়ার কারণ বলুন, এটি গ্লিসারলের প্রতিসারঙ্কের তুলনায় __  

(i) কম (ii) বেশি (iii) একটি প্রতিসারঙ্কের ওপর নির্ভর করে না (iv) প্রায় সমান   

(9). পরিকল্পনার অর্থসংস্থানে টাকার যোগান কখন পায়?

(i) রিজার্ভ ব্যাংক থেকে ঋণের যোগদান বৃদ্ধি পায় (ii) কর রাজস্ব বৃদ্ধি পায় (iii) জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত ঋণ বৃদ্ধি পায় (iv) বাণিজ্যিক ব্যাংক থেকে প্রাপ্ত ঋণ পায়। 

(10). ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়?

(i) ১৯৫০ সালে (ii) ১৯৪৭ সালে (iii) ১৯৫৫ সালে (iv) ১৯৫১ সালে 

Ans: (1) চৌরিচৌরা (2) ভারত ছাড়ো আন্দোলন (3) মোহাম্মদ আলী জিন্নাহ (4) আগস্ট 16,1946 (5) জম্মু-কাশ্মীরে (6) বনসৃজন (7) 2f এর সমান (8) প্রায় সমান (9) কর রাজস্ব বৃদ্ধি পায় (10) ১৯৫১ সালে.

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button