কারেন্ট অ্যাফেয়ার্স 27th November 2023, চাকরির পরীক্ষায় 100% গুরুত্বপূর্ণ

কারেন্ট অ্যাফেয়ার্স 27th November 2023, চাকরির পরীক্ষায় 100% গুরুত্বপূর্ণ

আমরা আমাদের কথামতো daily current affairs নিয়ে চলে এলাম। আজকে আমরা 27th November 2023 এর গুরুত্বপূর্ণ টপিক গুলো আলোচনা করতে চলে এসেছে। যে টপিকগুলি আগত চাকরির পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা নিশ্চয়ই জানেন কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া কোন সরকারি চাকরি পরীক্ষায় পাশ করা অসম্ভব। তাই অন্যান্য সাবজেক্টগুলোর সাথেও প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলিকে প্রস্তুত করে রাখুন। 

সাহিত্যের জন্য সম্প্রতি কোন লেখক 2023 সালে JCB Prize জিতলো?

(i) এম মুকুন্দন (ii) খালিদ জাবেদার (iii) পেরুমল মরুগান (iv) গীতাঞ্জলি শ্রী

সম্প্রতি কোন রাজ্যে দুগ্ধজাত প্রোডাক্ট চিনি, বেকারি প্রোডাক্ট, চিনি এবং ভোজ্য তেলের গায়ে ‘হালাল’ শব্দটি লেখা ব্যান করলো?

(i) উত্তর প্রদেশ (ii) হরিয়ানা (iii) কেরালা (iv) পাঞ্জাব

সম্প্রতি ICC পুরুষদের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ 2024 কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে?

(i) দক্ষিণ আফ্রিকা (ii) ভারত (iii) অস্ট্রেলিয়া (iv) শ্রীলংকা

Women-led Startups তালিকায় ভারতের কোন শহর প্রথম স্থান অধিকার করেছে?

(i) চেন্নাই (ii) মুম্বাই (iii) নিউ দিল্লি (iv) বেঙ্গালুরু

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন রাজ্যে ‘ নতুন ভারতের জন্য নতুন শিক্ষা’ নামে জাতীয় শিক্ষা প্রচার শুরু করলেন?

(i) ওড়িশা (ii) উত্তর প্রদেশ (iii) রাজস্থান (iv) মধ্যপ্রদেশ

সম্প্রতি জম্মু-কাশ্মীরের কোন জেলার জাফরানকে GI ট্যাগ দেওয়া হলো?

(i) সাম্বা (ii) কিশতওয়ার (iii) কুলগাম (iv) বান্দিপোৱা

সম্প্রতি ভারত পুনরায় কোন দেশের সঙ্গে ই-ভিসা চালু করলো?

(১) কানাডা (২) ফ্রান্স (৩) ইতালি (৪) আর্জেন্টিনা 

WHO সাম্প্রতিক কোন অবস্থাকে বিশ্বব্যাপী স্বাস্থ্য উদ্বেগ হিসেবে স্বীকৃতি দিয়েছেন?

(১) বর্ণবাদ (২) সামাজিক বর্জন (৩) জাতপাত (৪) একাকীত্ব

সম্প্রতি কোন রাজ্যের বেসরকারি খাতের চাকরির ক্ষেত্রে ৭৫% সংরক্ষণ আইনকে ‘অসংবিধানিক’ ঘোষণা করা হয়েছে?

(i) রাজস্থান (ii) পাঞ্জাব (iii) উত্তর প্রদেশ (iv) হরিয়ানা

ডেভিড বারকিনের সাথে কোন ভারতীয় অর্থনীতিবিদ ইকোলজিক্যাল ইকোনমিক্স 2023 র জন্য কেনেথ বোল্ডিং পুরস্কার জিতেছেন?

(১) জয়তী রাজারামন (২) বিনা আগারওয়াল (৩) দেবকি আগরওয়াল (৪) ইন্দিরা জৈন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button