WBPSC Food SI Practice Set 39: নতুন Food Sub-Inspector প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা সম্ভবত ২০২৪ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে চলেছে। তাই এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি বেশিরভাগটাই হয়ে যাওয়া উচিত। এছাড়াও আমরা আপনাদের সুবিধার্থে সিলেবাস ধরে ধরে ইম্পরট্যান্ট কোশ্চেনগুলিকে প্র্যাক্টিস সেটের মাধ্যমে কভার করে চলেছি। যাতে, আপনারা বুঝতে পারেন কোন জায়গা গুলিতে বেশি জোর দিয়ে পড়তে হবে। তাই প্রতিদিন অন্তত একটি হলেও WBPSC Food SI Practice Set এ অংশগ্রহণ করে নিজের সাফল্যের দিকে একধাপ এগিয়ে যান। 

(1). “সব লাল হো যায়েগা”, কে বলেছিলেন?

(i) টিপু সুলতান (ii) রণজিৎ সিং  (iii) আলীবর্দী খান  (iv) হায়দার আলী

(2). বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল__

(i) ১৭৬৫ (ii) ১৮০২ (iii) ১৭৯২ (iv) ১৮০৫ 

(3). শিবাজীর পর সিংহাসনে বসেন __

(i) দ্বিতীয় শিবাজী  (ii) রাজারাম  (iii) তারাবাঈ (iv) শম্ভুজী 

(4). তৃতীয় পানিপথের যুদ্ধে কোন দুই পক্ষের মধ্যে হয়েছিল?

(i) ব্রিটিশ ও রোহিল  (ii) পাঠান ও সৎনামি  (iii) মারাঠা ও আফগান  (iv) শিক ও জাঠl

(5). ‘ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি’ অবস্থিত__

(i) চেন্নাই (ii) হায়দ্রাবাদ  (iii) কলকাতা  (iv) দেরাদুন  

(6). ইম্ফল কার রাজধানী ?

(i) মনিপুর (ii) নাগাল্যান্ড (iii) ত্রিপুরা  (iv) অরুণাচল প্রদেশ 

(7).পদবিহীন উভচর প্রাণী যে বর্গের অন্তর্গত তা হল __

(i) জিমনোফিয়োনা   (ii) অনুরা  (iii) ইউরোডেলা  (iv) কোনোটিই নয়  

(8). স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কাশেরুকার সংখ্যা কতগুলি?

(i) সতেরো (ii) সাত (iii) এগারো (iv)সাতাত্তর 

(9). নিম্নলিখিত গুলির মধ্য কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস ছিল?

(i) ভারত সরকার আইন, ১৯৩৫(ii) ভারত সরকার আই, ১৯১৯ (iii) ভারতের স্বাধীনতা আইন১৯৪৭ (iv) ওপরের কোনোটিই নয় 

(10). ভারত ভাগের সময় ভারতের দেশীয় রাজ্য কতগুলি ছিল 

(i) ৫৬০  (ii) ৫৬২  (iii) ৫৫৫  (iv) ৫৫৮ 

Ans: (1) রণজিৎ সিং, (2) ১৮০২, (3) শম্ভুজী (4) মারাঠা ও আফগান, (5)হায়দ্রাবাদ (6) মনিপুর, (7) জিমনোফিয়োনা, (8) সাত, (9) ভারত সরকার আইন, ১৯৩৫ (10)  ৫৬২

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button