Home কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স 26th November 2023, চাকরির পরীক্ষায় 100% গুরুত্বপূর্ণ

কারেন্ট অ্যাফেয়ার্স 26th November 2023, চাকরির পরীক্ষায় 100% গুরুত্বপূর্ণ

1
কারেন্ট অ্যাফেয়ার্স 26th November 2023, চাকরির পরীক্ষায় 100% গুরুত্বপূর্ণ
কারেন্ট অ্যাফেয়ার্স 26th November 2023, চাকরির পরীক্ষায় 100% গুরুত্বপূর্ণ

আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন, তাহলে current affairs এর এই আর্টিকেলটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা প্রতিদিন আপনাদের প্রস্তুতির সুবিধার্থে এই টপিকটি নিয়ে আসি। যাতে আপনারা আপনাদের চাকরি পরীক্ষা প্রস্তুতি নিখুঁত ভাবে নিতে পারেন। চলুন আজকের অর্থাৎ 25th November 2023 এর current affairs দেখে নেওয়া যাক। 

সম্প্রতি ‘মিলিধি’ ঘূর্ণিঝড়ের নামকরণ কোন দেশ করল?

(i) ভারত (ii) মালদ্বীপ (iii) বাংলাদেশ (iv) থাইল্যান্ড

সম্প্রতি প্রকাশ পাওয়া ‘Global Unicorn ranking’ এ ভারত কত তম স্থানে অবস্থান করছে?

(i) প্রথম (ii) দ্বিতীয় (iii) তৃতীয় (iv) চতুর্থ

Javier Milei সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে চলেছে?

(i) আর্জেন্টিনা (ii) ব্রাজিল (iii) লুক্সেমবার্গ (iv) নিকারাগুয়া

সম্প্রতি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের CEO এবং MD পদে কাকে নিযুক্ত করা হলো?

(i) অপরের শর্মা (ii) অশোক ভাসওয়ানি (iii) সরোজ গোয়েল (iv) অনুপম বর্মা

SBI এর YONO এপ্লিকেশন আরো কোন দুটি দেশে চালু হতে চলেছে?

(i) সিঙ্গাপুর, ব্রিটেন (ii) সিঙ্গাপুর, ফ্রান্স (iii) সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া (iv) সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র

Conde nast best places to visit in Asia in 2024 তালিকায় ভারত কোন শহর স্থান পেলো?

(i) হায়দ্রাবাদ (ii) কোচি (iii) মুম্বাই (iv) বেঙ্গালুরু

সম্প্রতি dr. Mohammed Muizzu কোন দেশের অষ্টম রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন?

(১) আর্জেন্টিনা (২) মালদ্বীপ (৩) লুক্সেমবার্গ (৪) নিকারাগুয়া

অযোধ্যার কোন নদীতে সৌরচালিত ‘রামায়ণ’ জাহাজটি চলাচল করবে?

(১) সরযু নদী (২) গঙ্গা নদী (৩) ব্রহ্মপুত্র নদ (৪) যমুনা নদী

ভারতীয় বিমান বাহিনী 2023-24 নভেম্বর কোন এশিয়া এয়ার ফোর্স স্টেশনে এটি এয়ার সো আয়োজন করলো? 

(i) হিন্দান এয়ার ফোর্স স্টেশন (ii) আম্বালা এয়ারফোর্স স্টেশন (iii) তাঞ্জাভুর এয়ারফোর্স স্টেশন (iv) সুলুর এয়ারফোর্স স্টেশন

লালা লাজপত রায় এর মৃত্যু বার্ষিকী কবে পালন করা হয়?

(১) 16 নভেম্বর (২) 17 নভেম্বর (৩) 18 নভেম্বর (৪) 19 নভেম্বর

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here