Home কারেন্ট অ্যাফেয়ার্স আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 17th October 2023, আজ থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করুন

আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 17th October 2023, আজ থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করুন

0
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 17th October 2023, আজ থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করুন
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 17th October 2023, আজ থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করুন

17ই অক্টোবর 2023 এর কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করতে চলেছি। যা আপনার চাকরির প্রস্তুতিতে বিশেষ ভাবে সাহায্য করতে চলেছে। বিশেষ করে যারা WBCS, WBPSC Food SI, SSC, TET, Bank সহ অন্যাণ্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাঁদের জন্য বিশেষ হেল্পফুল। তাই প্রতিদিনের ন্যায় আজকেও সম্প্রতি ঘটে যাওয়া সমস্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট গুলির উপর চোখ বুলিয়ে নিন। 

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন?

(i) হেনরি ক্লার্ক (ii) ক্রিস্টোফার লুক্সন (iii) ক্রিস হিপকিন্স (iv) জেসিন্ডা আরডার্ন

Ans. ক্রিস্টোফার লুক্সন

সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২০২৪ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে কোন খেলাটি অন্তর্ভুক্ত করল?

(i) ক্রিকেট (ii) স্কোয়াশ (iii) বেসবল (iv) সবকটি  

Ans. সবকটি 

UEFA Euro 2028 কোথায় আয়োজিত হবে?

(i) আয়ারল্যান্ড (ii) ইউনাইটেড কিংডম (iii) আমেরিকা  (iv) ফ্রান্স 

Ans. আয়ারল্যান্ড এবং ইউনাইটেড কিংডম

নাগাল্যান্ডের প্রথম মেডিকেল কলেজ কে উদ্বোধন করেন?

(i) রাজনাথ সিং (ii) অমিত শাহ (iii) মনসুক মান্ডাভিয়া (iv) অনুরাগ ঠাকুর

Ans. মনসুক মান্ডাভিয়া

সাম্প্রতিক কোন দেশে এস জয় শংকর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন করলো?  

(i) ভিয়েতনাম (ii) বাংলাদেশ (iii) আর্জেন্টিনা (iv) থাইল্যান্ড

Ans. ভিয়েতনাম

খুচরো বিক্রেতা দক্ষতা উন্নয়ন কর্মসূচির জন্য স্কিল ইন্ডিয়া কার সাথে অংশীদারিত্ব করেছে?

(i) Tata Steel (ii) Reliance jio (iii) Tech Mahindra (iv) Coca-Cola India 

Ans. Coca-Cola India

নিম্নে উল্লেখিত কোন রাজ্য সরকার স্বাধীন তপশিলি উপজাতি কমিশন প্রতিষ্ঠান অনুমতি দিয়েছে?

(১) উত্তর প্রদেশ (২) মহারাষ্ট্র (৩) কেরালা (৪) তামিলনাড়ু 

Ans. মহারাষ্ট্র

‘FIDE World Junior Rapid Chess Championship 2023’ এ কে চ্যাম্পিয়ন হলো?

(১) সুমিত আরোরা (২) রৌনক সাদবাণী (৩) তেজস তিওয়ারি (৪) অভিমুন্য মিশ্র  

Ans. রৌনক সাদবাণী

Indian renewable energy development Energy Limited (IREDA) এর ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?

(১) তরুণ শর্মা (২) বি কে মোহান্তি (৩) নয়ন বিশ্বাস (৪) ভরত চৌবে

Ans. বি কে মোহান্তি

 2023 Asians Games এ সমাপনি অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকাবাহক কে ছিলেন?

(১) তাজিন্দর পাল সিং তোর (২) অন্নু রানী(৩) পি আর শ্রীজেশ (৪) অবিনাশ সাবলে

Ans. পি আর শ্রীজেশ

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here