SSC GD Constable Practice Set 32: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable 2023 পরীক্ষার 32 তম প্র্যাকটিস সেট আপলোড করা হলো। এটি সম্পূর্ণ নতুন একটি প্র্যাকটিস সেট। ইতিমধ্যে ৩১ টি প্রাক্টিস সেট আমাদের এই সেশনের মাধ্যমে আপলোড করা হয়েছে। আপনারা যারা এখনো পর্যন্ত পূর্বের প্র্যাকটিস সেট গুলিতে চোখ বোলাননি, তাদেরকে দ্রুত পুরনো প্র্যাকটিস সেট এবং নতুন প্র্যাকটিস সেটে চোখ বুলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

(১). বৃহৎ স্নানাগারটি পাওয়া গিয়েছে কোথায়?

(i) হরপ্পা (ii) লোথাল (iii) কালিবঙ্গাল (iv) মহেঞ্জোদারো 

(2). মানুষ প্রথম কোন ধাতু আবিষ্কার করেছে?

(i) অ্যালুমিনিয়াম (ii) লোহা (iii) তামা (iv) দস্তা   

(3). সিন্ধুবাসীদের __ ধাতু অজানা ছিল.

(i) লোহা (ii) তামা (iii) স্বর্ণ (iv) ব্রোঞ্জ    

(4). হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করতো?

(i) ইরান (ii) চীন (iii) সুমের (iv) রাশিয়া 

(5). পূর্ব কলকাতার জলাভূমির অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি?

(i) চামড়ার কারখানা সঠিকভাবে অবস্থিত (ii) কলকাতার ময়লা জল ব্যবহার করা হয় মাছ চাষের জন্য (iii) লবণাক্ত পলির সমভূমি দৃশ্যমান  (iv) অব্যবহিত জলাভূমির প্রধান দেখা যায়          

(6). সুন্দরবনকে World Heritage Site আখ্যা দেওয়ার প্রধান কারণ কি?

(i) বাঘ(ii) চিংড়ি চাষ (iii) ম্যানগ্রোভ জঙ্গল ও জীব বৈচিত্র (iv) জলোচ্ছ্বাস  

(7). নিউক্লিয় চুল্লিতে সংঘটিত সংশ্লিষ্ট নিউক্লিয় বিক্রিয়া কি?

(i) ফিউজন (সংশ্লেষণ) (ii) ফিসন (বিভাজন)   (iii) নিউট্রন অ্যাবজপসন (নিউট্রন অভিশোষণ)  (iv) স্প্যালেশন  

(8). সবচেয়ে বিপজ্জনক রশ্মি কোনটি?

(i) বিটা রশ্মি (ii) আলফা রশ্মি (iii) রঞ্জন রশ্মি  (iv) গামা রশ্মি 

(9). ক্ষুদ্রচাষী  উন্নয়ন সংস্থার (SFDA) প্রধান কাজ কি?

(i) কৃষি অন্যান্য সংযুক্ত কাজে উন্নতি ঘটানো    (ii) প্রতিষ্ঠানিক ঋণের ব্যবস্থা করা (iii) গ্রামীণ হস্তশিল্প অন্যান্য গ্রামীণ শিল্পের উন্নতি ঘটানো   (iv) ওপরের সবকটি 

(10). দারিদ্র্যের সূচক নির্ণয় করা হয় কিসের ভিত্তিতে?

(i) কর্মসংস্থানজনিত পরিস্থিতি (ii) কোন মতে জীবন ধারণের জন্য ভোগব্যয়ের পরিমাণ (iii) আয়ের বন্টন (iv) সম্পদের বন্টন    

Ans: (1) মহেঞ্জোদারো (2) তামা (3) লোহা (4) সুমের(5) কলকাতার ময়লা জল ব্যবহার করা হয় মাছ চাষের জন্য (6) ম্যানগ্রোভ জঙ্গল ও জীব বৈচিত্র (7) ফিসন(বিভাজন) (8) গামা রশ্মি (9) প্রতিষ্ঠানিক ঋণের ব্যবস্থা করা (10) কোন মতে জীবন ধারণের জন্য ভোগব্যয়ের পরিমাণ। 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button