WBPSC Food SI Practice Set 16 PDF Download | ফুড এসআই প্রাকটিস সেট 2023

WBPSC Food SI পরীক্ষার্থীদের জন্য সুখবর। প্রতিদিনের মতো আজকে আমরা, কেবলমাত্র এসআই চাকরি প্রার্থীদের জন্য বিশেষ প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হলাম। এই প্র্যাকটিস সেট গুলি আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলবে। আপনাদের সুবিদার্থে প্রতিদিন আমাদের টিমের তরফ থেকে বাছাই করা প্রশ্নের সম্ভারে ওই প্র্যাকটিস সেট গুলি প্রস্তুত করা হয়। যা প্রতিদিন নিয়ম করে আমাদের ওয়েবসাইটে ‘wbexamguide.com’  আপলোড দেওয়া হয়। সুতরাং নিজের প্রস্তুতিকে দুর্দান্ত করে তোলার জন্য প্রতিদিন এই প্র্যাকটিসের গুলিতে অংশগ্রহণ করুন। 

(1). কোন মুঘল রাজপুত্র ভাগবত গীতা পার্সি ভাষায় অনুবাদ করেছিলেন?

(a) সুলেমান শিকোহ (b) দারা শিকোহ (c) মুরাদ (d) খসরু

(2). ভারতের প্রাচীনতম লিপি__

(a) সোহাগোর তাম্রলিপি (b) জুনাগর শিলালেখা (c) নাসিক প্রসস্তি (d) বাদাল শিলালেখা

(3). ‘সারা ভারত কৃষক সভা’ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?

(a) কলকাতা (b) এলাহাবাদ (c) পাটনা (d) লক্ষ্ণৌ

(4). জাহাঙ্গীর তাঁর আত্মজীবনী বইটি কোন ভাষায় রচনা করেছিলেন?

(a) তুর্কী (b) আরবী (c) উর্দু (d) ফার্সী

(5). ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ প্রেসিডেন্ট__

(a) উইলিয়াম ওয়েডারবার্ন (b) জর্জ ইয়ুল (c) হেনরি কটন(d) এ ও হিউম

(6). নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থান করছে?

(a) কেরালা (b) উড়িষ্যা (c) মহারাষ্ট্র (d) মেঘালয়

(7). ন্যাশনাল ডেভলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর__

(a) সাংহাই (b) হংকং (c) জাকাত (d) ম্যানিলা

(8). মস্তিষ্কের রিলে স্টেশন কোনটি?

(a) সেরিবেলাম (b) সেরিব্রাম (c) থ্যালামাস (d) মেডালা

(9). লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম কোন রাজ্যে অবস্থান করছে?

(a) জম্মু ও কাশ্মীর (b) নিউ দিল্লী (c) কর্ণাটক (d) মধ্যপ্রদেশ

(10). পশ্চিমবঙ্গে রিষড়া কোন শিল্পের জন্য বিখ্যাত?

(a) পাট শিল্প (b) রাসায়নিক শিল্প (c) জলবিদ্যুৎ কেন্দ্র (d) তাপবিদ্যুৎ কেন্দ্র

Ans: (1) দারা শিকোহ, (2) সোহাগোর তাম্রলিপি, (3) লক্ষ্ণৌ, (4) ফার্সী, (5) জর্জ ইয়ুল, (6) মেঘালয়, (7) সাংহাই, (8) থ্যালামাস, (9) কর্ণাটক, (10) পাট শিল্প।

Food SI Practice Set Download

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button