WBPSC Food SI Practice Set 11 | ফুড এসআই প্রাকটিস সেট 2023

প্রতিদিনের ন্যায় আজও আমরা নতুন একটি WBPSC Food SI Practice Set নিয়ে উপস্থিত হলাম। বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করে আমাদের এই প্র্যাকটিস সেটগুলোকে প্রস্তুত করা হচ্ছে। যা প্রতিদিন নিয়ম করে আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়। আপনারা এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে আপনাদের প্রস্তুতিকে অন্যদের তুলনায় অনেক শক্তিশালী করে তুলুন। 

হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি কি?

(a) পাস্কালের সূত্র (b) আর্কিমিডিসের সূত্র (c) বার্নৌলির সূত্র (d)  রেনল্ডের সূত্র

Ans: পাস্কালের সূত্র

কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত?

(a) ধানবাদে (b) কটকে (c) কোয়েম্বাটুরে (d)  কানপুরে

Ans: কটকে

মোটর বোট চলার সময় যে তরঙ্গ সৃষ্টি হয় তা হলো – 

(a) অনুদৈর্ঘ্য (b) তির্যক (c) স্থান (d)  তির্যক ও অনুদৈর্ঘ্য

Ans: তির্যক ও অনুদৈর্ঘ্য

ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত আইন পাশ করে – 

(a) ১৯৯৩ সালে (b)১৯৯০ সালে (c) ২০০২ সালে (d)  ১৯৯৫ সালে

Ans: ১৯৯৩ সালে

ভারতিও সংবিধানে, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষা হয় কোন ধারা অনুসারে?

(a) 49 (b) 21 (c) 370 (d) 73

Ans: 21

প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয় যে সালে তা হলো – 

(a) ১৯৪৭ সালে (b) ১৯৫৬ সালে (c) ১৯৫১ সালে (d) ১৯৪৮ সালে

Ans: ১৯৪৮ সালে

চিপকো আন্দোলনের অপর নাম কি?

(a) উপজাতীয় আন্দোলন (b) নারীবাদী আন্দোলন (c) জাতপাত আন্দোলন (d) রাজনৈতিক আন্দোলন

Ans: নারীবাদী আন্দোলন

২০১৪ সালে শুরু হওয়া “নমোমি গঙ্গে” কি?

(a) গঙ্গা থেকে খালসেচ (b) গঙ্গার আরাধনা (c) গঙ্গার পরিচ্ছন্নতার জাতীয় মিশন (d) গঙ্গার সাথে নদী সংযুক্তি

Ans: গঙ্গার পরিচ্ছন্নতার জাতীয় মিশন

2021 সালের জুন মাস অনুসারে ভারতের সব থেকে বড়ো IT কোম্পানি কোনটি?

(a) HCL Technology (b) WIPRO (c) Tech Mahindra (d) TCS

Ans: TCS

অর্থবিল চূড়ান্তভাবে কে নির্ধারণ করেন?

(a) স্পীকার (b) প্রধানমন্ত্রী (c) রাষ্ট্রপতি (d) বিরোধী দলনেতা

Ans: স্পীকার  

পরীক্ষার প্র্যাকটিস সেট, মক টেস্ট পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ গ্রুপ এবং Telegram Channel এ যুক্ত হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button