2 January 2024 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

2 January 2024 এর Current Affairs নিয়ে চলে এলাম। আপনারা যারা প্রতিদিন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সেশানটি ফলো করে থাকেন, তাদেরকে দ্রুত আমাদের নতুন এই সেশানটি ফলো করার পরামর্শ দেওয়া হচ্ছে। ভালো ফলাফল করার জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময় CA র জন্য বরাদ্ধ করে রাখুন। 

নাসির ক্রুজ এবং তালায়েহ মিসাইল সম্প্রতি কোন দেশ লঞ্চ করছে? 

(i) ইরাক (ii) তুরস্ক (iii) সংযুক্ত আরব আমিরাত (iv) ইরান

সম্প্রতি ভারতের কোন রাজ্য কার্বি যুব উৎসব ২০২৪ আয়োজন করতে চলেছে?

(i) সিকিম (ii) আসাম (iii) মিজোরাম (iv) মনিপুর

CRPF এর নতুন ডিরেক্টর জেনারেল পদে কাকে নিযুক্ত করা হলো?

(i) কৌশিক ভট্ট (ii) সুজয় লাল থাওসেন (iii) অনিশ দয়াল সিং (iv) সৌমেন ওরাও

অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে কি রাখা হলো ?

(i) রামপুর (ii) অযোধ্যা ধাম (iii) রাম লালা (iv) রামধাম 

সম্প্রতি বিজয়কান্ত প্রয়াত হয়েছেন। তিনি কোন ভাষার অভিনেতা এবং রাজনীতিবিদ ছিলেন ?

(i) মারাঠি (ii) হিন্দি (iii) তামিল (iv) মালায়ালম

The Babri Masjid Ram Mandir Dilemma বইটি কে লিখেছেন?

(i) মাধব গদবোলে (ii) নরেন্দ্র মোদি (iii) চেতন ভগত (iv) অমিত শাহ

আমন্যা ফোর্ট সম্প্রতি খবরের শিরোনামে রয়েছে। এটি কোন অঞ্চলে অবস্থান করছে?

১) তুন্দ্রা অঞ্চল (২) সাইবেরিয়া (৩) মেরু অঞ্চল (৪) আলাস্কা

WFI এর তিন সদস্যের অ্যাডহক কমিটির নেতৃত্ব কে দিচ্ছেন?

(১) প্রতাপচন্দ্র (২) দ্বিপায়ন সামন্ত (৩) দেবেশ মিত্তাল (৪) ভূপিন্দর সিং বাজওয়া

সম্প্রতি কোন দেশ Fatah 2 অ্যাডভান্স রকেট সিস্টেম সফলভাবে পরীক্ষা করল? 

(i) ইরান (ii) ইজরায়েল (iii) পাকিস্তান (iv) ইরাক

Hyundai Motor India র ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

(i) রণবীর কাপুর (ii) প্রিয়াঙ্কা চোপড়া (iii) দীপিকা পাডুকোন (iv) কার্তিক আরিয়ান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button