WBPSC Food SI Practice Set 06 | ফুড এসআই প্রাকটিস সেট 2023

কথামতো প্রতিদিনের ন্যায় আজও আমরা সম্পূর্ণ নতুন একটি WBPSC Food SI Practice Set নিয়ে উপস্থিত হলাম। এই প্র্যাকটিস সেট গুলিতে দেওয়া Food SI এর সিলেবাস ভিত্তিক এনালাইসিস করে প্রস্তুত করা হচ্ছে। সুতরাং আপনি যদি যত্ন সহকারে প্রতিদিন নিজস্ব পড়াশোনা পাশাপাশি একটি করে WBPSC Food SI Practice Set এ অংশগ্রহণ করেন, তবে আপনার প্রিপারেশন অন্যদের তুলনায় অনেক এগিয়ে যাবে। নিচে আজকের Food SI Practice Set আলোচনা করা হল।

ভারত ও মায়ানমারকে কোন পর্বতশ্রেণী বিভক্ত করছে?

(a) নামচা বারোয়া (b) লুসাই (c) তুরা (d) খাসি

Ans: লুসাই

পূর্ব রেলের সদর দপ্তর কোথায় রয়েছে?

(a) খড়গপুর (b) রাঁচি (c) কলকাতা (d) দিসপুর

Ans: কলকাতা

মানুষের কত গুলি দুধে-দাঁত রয়েছে?

(a) 29 (b) 28 (c) 12 (d) 20

Ans: 20

তিমির প্রধান শ্বাসঅঙ্গর নাম কি?

(a) ফুলকা (b) বহিরাবরণ (c) শ্বাসনালী (d) ল্যাং (শ্বাসযন্ত্র)

Ans: ল্যাং

বিশুদ্ধ জলের লবণ মেশালে তার স্ফুটনাঙ্ক কি হবে?

(a) কমবে (b) বাড়বে (c) একই থাকবে (d) উপরের কোনটিই নয়

Ans: বাড়বে

জানেন কি USB কি ধরনের স্টোরেজ যন্ত্র?

(a) গৌণ (b) মুখ্য (c) তৃতীয় পর্যায়ক্রম (d) ওপরের কোনোটিই নয়

Ans: গৌণ

ভিনিগারের রাসায়নিক নাম —

(a) লঘু অ্যাসিটিক অ্যাসিড (b) সোডিয়াম নাইট্রেট (c) ক্যালশিয়াম (d) ক্লোরাইড অফ লাইম

Ans: লঘু অ্যাসিটিক অ্যাসিড

নীতি আয়োগ কিভাবে তৈরী হয়েছে?

(a) ভারতীয় সংবিধান সংশোধনের দ্বারা (b) Union Cabinet-এ প্রস্তাব পাসের দ্বারা (c) A ও B কোনটির দ্বারা নয় (d) A ও B উভয়ই দ্বারা

Ans: A ও B উভয়ই

ভারতীয় সংবিধানে ক্ষমতাবান বিন্যাসের শিক্ষা কোন তালিকায় অন্তর্ভুক্ত?

(a) রাজ্য তালিকায় (b) কেন্দ্রীয় তালিকায় (c) যৌথ তালিকায় (d) উপরের কোনটি নয়

Ans: যৌথ তালিকা

সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম —

(a) আর্গন (b) রেডন (c) অক্সিজেন (d) হিলিয়াম

Ans: আর্গন

কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না?

(a) পশ্চিমবঙ্গ (b) আসাম (c) অন্ধ্রপ্রদেশ (d) ওড়িশা

Ans: পশ্চিমবঙ্গ

পোলাভারম প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে?

(a) পেন্নার (b) কাবেরী (c) গোদাবরী (d) কৃষ্ণা

Ans: গোদাবরী

নিচে ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণী কোনটি?

(a) একিডনা (b) টালপা (c) লেমুর (d) টেরোপাস

Ans: একিডনা

পরিবর্তিত মৃদগত কাণ্ড—

(a) আলু (b) গাজর (c) শালগম (d) চীনেবাদাম

Ans: আলু

রাজ্যসভার চেয়ারম্যান কাকে নির্বাচন করা হয়?

(a) রাষ্ট্রপরি মনোনীত সদস্য (b) বিরোধী দলের নেতা (c) উপ-রাষ্ট্রপতি (d) ভারতের উপ-রাষ্ট্রপতি

Ans: ভারতের উপ-রাষ্ট্রপতি

পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে পারে যে পদার্থ—

(a) প্লাটিনাম (b) তামা (c) সিসা (d) লোহা

Ans: সিসা

AGMARK কিসের সঙ্গে যুক্ত?

(a) ভারতীয় রেল (b) শিল্প (c) কৃষি সংক্রান্ত অর্থ (d) কৃষিদ্রব্য

Ans: কৃষিদ্রব্য

RBI-এর প্রতিষ্ঠা কাল—

(a) 1935 (b) 1930 (c) 1951 (d) 1947

Ans: 1935

কত তারিখে ওজোন স্তর সুরক্ষিত আন্তর্জাতিক দিবস পালন করা হয়?

(a) সেপ্টেম্বর 14 (b) সেপ্টেম্বর 12 (c) সেপ্টেম্বর 20 (d) সেপ্টেম্বর 16

Ans: সেপ্টেম্বর 16

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা নেই কোন দেশের?

(a) ইউনাইটেড কিংডম (b) মার্কিন যুক্তরাষ্ট্র (c) ফ্রান্স (d) কানাডা

Ans: কানাডা

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button