SSC GD Constable Practice Set 25: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

 আজকে আমরা SSC GD Constable 2023 পরীক্ষার জন্য একদম নতুন প্র্যাকটিস সেট 25 নিয়ে চলে এলাম। ইতিমধ্যেই আমরা আমাদের ওয়েবসাইটে ২৪টি প্র্যাকটিস সেট আপলোড করে ফেলেছে। যারা দেখেননি তারা দ্রুত সেই প্র্যাকটিস সেট গুলিতে চোখ বুলিয়ে নিন। কারণ ওই প্র্যাক্টিস সেটগুলোতে দেওয়া প্রশ্ন গুলি খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। আর কথা না বাড়িয়ে চলুন, আজকের নতুন প্র্যাকটিস সেটটিতে চোখ বুলিয়ে নিন। 

(১). ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতা ছিলেন __

(i) সুভাষচন্দ্র বোস (ii) তিলক (iii) গান্ধিজী (iv) জওহরলাল নেহর

(2). ‘ফরওয়ার্ড ব্লক’ রাজনৈতিক দলের প্রতিষ্ঠা কে করেন?

(i) মতিলাল নেহরু (ii) সুভাষচন্দ্র বসু (iii) বিপিন বিহারী গাঙ্গুলী (iv) চিত্তরঞ্জন দাস    

(3). কোথায় সুভাষচন্দ্র বসু ভারতীয় সরকার গঠিত হওয়ার ঘোষণা করেন?

(i) সিঙ্গাপুর (ii) রেঙ্গুন (iii) ইন্ডিয়া (iv) কলম্বো    

(4). কোন সময় সুভাষচন্দ্র বসু তার এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন ?

(i) ১৯৪১ খ্রিস্টাব্দে (ii) ১৯৩১ খ্রিস্টাব্দে (iii) ১৯৫১ খ্রিস্টাব্দে (iv) ১৯৪২ খ্রিস্টাব্দে      

(5). জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন__

(i) এস. সি. বোস  (ii) জে. এল. নেহেরু (iii) এম. কে. গান্ধী (iv) বি. জি. তিলক 

(6). বাংলা বদ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে কি রয়েছে?

(i) ভঙ্গিল পর্বতের সৃষ্টি হচ্ছে (ii) চ্যুতির সৃষ্টি (iii) জমি উঠেছে (iv) উপরের কোনোটিই নয়

(7). লাটুরের ভূমিকম্প কেন হয়েছিল?

(i) জলধারের এর নিচে চ্যুতির জন্য (ii) প্লেটের সঞ্চালনে (iii) অতিরিক্ত জলরাশির চাপে (iv) ভঙ্গিল পর্বত সৃষ্টি থেকে    

(8). নিম্নলিখিত কোন কারণের জন্য সুনামির উৎপত্তি হয়?

(i) জোয়ারের পরিবর্তন (ii) সমুদ্র তলের অগ্নুৎপাত (iii) সমুদ্রতলের প্লেটের সঞ্চালন (iv) উপরের কোনোটিই নয়

(9). বায়ুর মাধ্যমে যে শব্দ তরঙ্গ সৃষ্টি হয়, সেটা কি ধরণের?

(i) অনুদৈর্ঘ্য (ii) তির্যক (iii) সমবর্তন  (iv) তড়িৎ চুম্বকীয়   

(10). শব্দের বেগ সবচেয়ে কোথায়?

(i) শূন্যস্থানে (ii) গ্যাসে (iii) কঠিনে (iv) তরলে

Ans: Ans: (1) সুভাষচন্দ্র বোস (2) সুভাষচন্দ্র বসু (3) সিঙ্গাপুর (4) ১৯৪১ খ্রিস্টাব্দে (5) এস. সি. বোস (6) জমি উঠেছে (7) প্লেটের সঞ্চালনে (8) সমুদ্রতলের প্লেটের সঞ্চালন (9) অনুদৈর্ঘ্য (10) কঠিনে

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button