WBPSC Clerkship Practice Set 03: আজ থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করুন

যে সমস্ত চাকরিপ্রার্থী ক্লার্কশিপ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করার কথা ভাবছেন, তাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ বর্তমানের প্রত্যেকটি পরীক্ষা প্রচুর প্রতিযোগিতামূলক। সুতরাং, প্রস্তুতিতে অন্যদের তুলনায় এগিয়ে না থাকলে এই চাকরি পরীক্ষা গুলিকে ক্রাক করা সম্ভব না। তাই আপনি সেল্ফ স্টাডি করার সাথে সাথে আজ থেকেই আমাদের দেওয়া প্রাকটিস সেট গুলিকে অংশগ্রহণ করুন। 

(1). গান্ধার শিল্পী শৈল কার সাথে যুক্ত?

(i) কনিষ্ক (ii) দ্বিতীয় পুলকেশী (iii) হর্ষবর্ধন (iv) উপরের কোনোটিই নয়

(2). রাজতরঙ্গিনী লিখেছেন?

(i) কলহন (ii) অশ্বঘোষ (iii) বানভট্ট (iv) পতঞ্জলি

(3). শকাব্দ শুরু ——— সালে?

(i) 78 খ্রিষ্টপূর্ব (ii) 58 খ্রিস্টপূর্ব (iii) 320 খ্রিস্টপূর্ব (iv) 327 খ্রিস্টপূর্ব 

(4). বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল?

(i) অমরাবতী শিল্পশৈলীতে (ii) সারনাথ শিল্পশৈলীতে (iii) মথুরা শিল্পশৈলীতে (iv) গান্ধার শিল্পশৈলীতে

(5). নিম্নলিখিত বাক্য গুলির মধ্যে কোনটি গান্ধার শিল্প সম্বন্ধে প্রযোজ্য?

(i) এই শিল্পনীতি অনুযায়ী প্রথম বুদ্ধ মূর্তি ও গঠিত হয়েছিল।

(ii) গান্ধার শিল্পীরা সাদা পাথরের মূর্তি রচনা করতেন।

(iii) এই শিল্প ইন্দো-গ্রীক শিল্পরীতি নামে পরিচিত।

(iv) এই শিল্পটি মথুরা শিল্পনীতি নামে উন্নতি ছিল।

(1) i,ii এবং iii (2) i এবং ii (3) i এবং iv (4) iii এবং iv 

(6). গান্ধার শিল্প কোন যুগে বিকশিত হয়?

(i) মৌর্য (ii) শুঙ্গ  (iii) কুষাণ (iv) গুপ্ত

(7). কে ‘এশিয়াটিক সোসাইটি’ কলকাতাতে প্রতিষ্ঠা করেন?

(i) উইলিয়াম জোন্স (ii) লর্ড বেন্টিং (iii) ডেভিড হেয়ার (iv) ডি. বেথুন 

(8). 10° প্রণালী কোথায় অবস্থিত?

(i) গ্রেট নিকোবর সুমাত্রা দ্বীপের মধ্যে (ii) রামেশ্বর জাফনা উপদীপের মধ্যে  (iii) দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামানের মধ্যে  (iv) আন্দামান ও নিকোবর দ্বীপের মধ্যে 

(9). ভারতের কোন রাজ্যে দুটি রাজধানী?

(i) উত্তর প্রদেশ  (ii) হিমাচল প্রদেশ (iii) জম্মু-কাশ্মীর (iv) বিহার 

(10). আলোকরশ্মির প্রাথমিক রং গুলি?

(i) লাল,সবুজ, নীল, হলুদ (ii) লাল, নীল, সবুজ (iii) হলুদ, নীল, লাল, ছাই রং  (iv) উপরের কোনোটিই নয় 

Ans: (1) কনিষ্ক, (2) কলহন, (3) 78 খ্রিষ্টপূর্ব, (4) গান্ধার শিল্পশৈলীতে, (5) i,ii এবং iii, (6) কুষাণ, (7) উইলিয়াম জোন্স, (8) আন্দামান ও নিকোবর দ্বীপের মধ্যে , (9) জম্মু-কাশ্মীর, (10) লাল, নীল, সবুজ. 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button