WBPSC Clerkship Practice Set 10: আজ থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করুন

West Bengal Public Service Commission Recruitment Board (WBPSC) খুব শীঘ্রই ক্লাকশিপ পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। ইচ্ছুক চাকরিপ্রার্থী যারা এই নিয়োগে অংশগ্রহণ করতে চাইছেন, তাদেরকে অবশ্যই এখন থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনাদের সুবিধার্থে আমরা প্রতিদিন Clerkship এর উপর একটি করে স্পেশাল প্র্যাকটিস সেটের ব্যবস্থা করে চলেছি। আপনার প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করে নিজের প্রস্তুতিকে সবার তুলনায় উন্নত করে তুলুন। 

(1). শিখ সম্প্রদায় মিশল কী?

(i) এক ধরনের গ্রন্থ (ii) বিজিত এলাকা (iii) রাজনৈতিক সংগঠন (iv) ধর্মীয় সংগঠন

(2). ভারতবর্ষ ব্রিটিশ আধিপত্য স্থাপনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ কোনটি?

(i) বক্সারের যুদ্ধ (ii) শ্রীরঙ্গপত্যনমের যুদ্ধ (iii) বন্দিবাসের যুদ্ধ (iv) পলাশীর যুদ্ধ

(3). ভারতের কোন বন্দরে প্রথম ভাস্কো-ডা-গামা এসেছিলেন?

(i) কোচিন (ii) কালিকট (iii) গোয়া (iv) সুরাট 

(4). মধ্যযুগের সময় ভারতের কোন আধ্যাত্মিক নেতা হিন্দু ও মুসলমান উভয়কেই শিষ্য হিসাবে গ্রহণ করেছিলেন?

(i) চৈতন্যদেব (ii) তুলসীদাস (iii) কোবির (iv) রামদাস

(5). ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমারেখার উপর ভারতের যেসব অঙ্গরাজ্য গুলি অবস্থান করছে __

(i) পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট (ii) পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীর (iii) গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীর (iv) পাঞ্জাব এবং রাজস্থান 

(6). ডুরান্ড রেখা কোন দুই দেশের সীমানা নির্ধারণ করে? 

(i) ভুটান ভুটান (ii) ভারত চীন (iii) ভারত আফগানিস্তান (iv) ভারত তিব্বত

(7). ভিটামিন B12 এর অভাবে __ রোগ হয়?

(i) পার্মিসিয়াস অ্যানিমিয়া (ii) সিকল সেল অ্যানিমিয়া (iii) এপ্লাস্টিক অ্যানিমিয়া (iv) নরমোসাইটিক অ্যানিমিয়া

(8). __ ভিটামিন বায়ু ও তাপের সংস্পর্শে সবচেয়ে তাড়াতাড়ি বিনষ্ট হয়।

(i) ভিটামিন-A (ii) ভিটামিন-B (iii) ভিটামিন-C (iv) ভিটামিন-D 

(9) সার্বভৌম শব্দের কোন অর্থটি যথার্থ?

(i) বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত  (ii) সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত (iii) কোন আন্তর্জাতিক সংস্থা নিয়ন্ত্রণ থেকে মুক্ত  (iv) অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত 

(10). ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হল __

(i) এক রাষ্ট্রীয় (unitary) (ii) যুক্তরাষ্ট্রীয় (federal) (iii) আধা সামন্ততান্ত্রিক (semi-feudal)

(iv) ওপরের কোনোটিই নয় 

Ans: (1) রাজনৈতিক সংগঠন, (2) বক্সারের যুদ্ধ, (3) কালিকট, (4) চৈতন্যদেব, (5) গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীর, (6) ভারত আফগানিস্তান, (7) পার্মিসিয়াস অ্যানিমিয়া, (8) ভিটামিন-C, (9) বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, (10) যুক্তরাষ্ট্রীয় (federal).

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button