WBPSC Food SI Practice Set 84, দ্রুত প্রস্তুতি পর্ব শুরু করুন

আমরা গুটি গুটি পায়ে চলতে চলতে 84 নম্বর WBPSC Food SI Practice Set এ উপস্থিত হলাম। যে প্র্যাক্টিস সেটগুলোতে অংশগ্রহণ করা হলে, আপনারা আপনাদের প্রস্তুতি আরো শক্তিশালী করে তুলতে পারবেন। কারণ সবথেকে অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর মাধ্যমে প্রস্তুত করা হয়। আর সময় নষ্ট না করে চলুন, আজকের প্র্যাকটিস সেট গুলিকে দেখে নেওয়া যাক। 

(১). বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক __ ভাষায় রচিত। 

(i) হিন্দি (ii) সংস্কৃত (iii) পালি (iv) বাংলা  

(2). বুদ্ধদেব প্রথমবার ধর্ম প্রচার __ জায়গায় করেছিলেন। 

(i) কাশি (ii) কুশিনগর (iii) বুদ্ধগয়া (iv) সারনাথ    

(3). সিংহলি মতানুসারে বুদ্ধের পরীনির্বাণ কবে ঘটেছিল?

(i) 486 খ্রিষ্টপূর্ব (ii) 483 খ্রিস্টপূর্ব (iii) 546 খ্রিষ্টপূর্ব  (iv) 543 খ্রিষ্টপূর্ব         

(4). প্রাচীন ভারতের তীর্থঙ্করের সংখ্যা কত ছিল?

(i) 22 (ii) 16 (iii) 24 (iv) 23 

(5). পৃথিবীর যে অংশ জীব জগতের বসবাস সেটি __ নামে পরিচিত?

(i) বারিমন্ডল (ii) শিলামন্ডল (iii) জীবমন্ডল (iv) বায়ুমণ্ডল 

(6). যদি পৃথিবীতে বায়ুমণ্ডল না থাকতো তাহলে কি হতো?

(i) শীতল (ii) করবোস্ন (iii) অতিশীতল (iv) অতিউষ্ণ 

(7). তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহীর রোধ কি হয়?

(i) একই থাকে (ii) প্রথমে বাড়ে তারপর কমে (iii) কমে  (iv) বাড়ে    

(8). Astronomy বলতে কোন বিষয়ের উপর পড়াশোনা করা বোঝায়?

(i)  তারকা (ii) চন্দ্র (iii) সূর্য (iv) আকাশ   

(9). জওহর রোজগার যোজনার প্রধান উদ্দেশ্য কি?

(i)  শহরের বেকার যুবকদের কর্ম নিযুক্তি (ii) গ্রামীন বেকার যুবকদের কর্ম নিযুক্তি (iii) ভূমিহীন চাষীদের কর্মসংস্থান (iv) গ্রামীণ মহিলাদের স্বনিযুক্তি

(10). সমাজ উন্নয়ন কর্মসূচি কবে আরম্ভ হয়েছিল?

(i) ১৯৫৬ সালে (ii) ১৯৫২ সালে (iii) ১৯৮০ সালে (iv) ১৯৭২ সালে 

Ans: (1) পালি (2) সারনাথ (3) 543 খ্রিষ্টপূর্ব (4) 24 (5) জীবমন্ডল (6) অতিশীতল (7) কমে (8) তারকা (9) গ্রামীন বেকার যুবকদের কর্ম নিযুক্তি (10) ১৯৫২ সালে।

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button