WBPSC Clerkship Practice Set 22: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

বর্তমানে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ক্লার্কশিপ পরীক্ষা ২০২৩ এর ফরম ফিলাপ শুরু হয়েছে। আপনারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিলাপ করেননি, তাদেরকে দ্রুত এই পরীক্ষার ফরম ফিলাপ করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মাধ্যমিক লেভেলের এই পরীক্ষায় আপনি কি চাকরি বাগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। তাই এখনই প্রস্তুতি না শুরু করলে এই প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়।

আপনাদের সুবিদার্থে আমরা প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেট এর আয়োজন করে চলেছি। খুবই এনালাইসিস করে প্রত্যেকটি প্রশ্নই এই প্র্যাকটিস সেট গুলি দেয়া হচ্ছে। আজকে আমাদের ২২ তম প্র্যাকটিস সেট আপলোড করা হলো। আপনারা দ্রুত এই প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করে চোখ বুলিয়ে নিন। 

(১). কোন ব্যাক্তি ক্রিপ্টস মিশনের প্রস্তাবগুলোকে “Post-dated cheque” বলেছেন?

(i) সরদার বল্লভ ভাই প্যাটেল (ii) মৌলানা আবুল কালাম আজাদ (iii) বি আর  আম্বেদকর (iv) মহাত্মা গান্ধী    

(2). ভারতের স্বাধীনতা আইন কোন সালে গৃহীত হয়েছিল?

(i) জুন, ১৯৪৬ (ii) জুলাই, ১৯৪৭ (iii) আগস্ট, ১৯৪৬ (iv) আগস্ট, ১৯৪৭  

(3). কার নেতৃত্বে এবং কোন সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠিত হয়?

(i) ১৯২৯, বটুকেশ্বর  দত্ত  (ii) ১৯৩০, সূর্যসেন  (iii) ১৯৩০, রামপ্রসাদ বিসমিল  (iv) ১৯২৯, শচীন্দ্রনাথ সান্যাল   

(4). ১৯৪৬ সালে __ মিশন/কমিশন ভারতে আসে.

(i) ক্যাবিনেট মিশন (ii) ক্রিপস মিশন (iii) হান্টার কমিশন (iv) সাইমন কমিশন    

(5). __ বন্দরে স্বাভাবিক প্রত্যাশ্রয় রয়েছে। 

(i) বিশাখাপত্তনম (ii) চেন্নাই (iii) নব তুতিকরিন (iv) হলদিয়া    

(6). কোন জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপন করেছে? 

(i) জাতীয় সড়ক – 02 (ii) জাতীয় সড়ক – 35 (iii) জাতীয় সড়ক – 32 (iv) জাতীয় সড়ক – 06 

(7). এক ব্যক্তি সমান্তরাল আয়নার দিকে ১মি/সে এগিয়ে আসছে তাহলে ওই ব্যক্তিটির প্রতিচ্ছবি কত বেগে আসবে?

(i) ১মি /সে (ii) ১.৫ মি /সে (iii) ৩মি /সে (iv) ২ মি /সে

(8). যদি অ্যাস্ট্রোনমিকাল টেলিস্কোপে কোন একটি বস্তুর ভোকাল দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে চুম্বকত্ব ক্ষমতা কি হবে?

(i) কমবে (ii) বাড়বে (iii) একই থাকবে (iv) ধারণা করা সম্ভব না   

(9). রাউরকেল্লা ও দুর্গাপুরের লৌহ ইস্পাত কারখানা পরিকল্পিত হয় ভারতের 

(i) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (ii) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (iii) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (iv) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়  

(10). পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন __ 

(i) রাষ্ট্রপতি (ii) সংসদ iii) জাতীয় উন্নয়ন পরিষদ  (iv) পরিকল্পনা কমিশন 

Ans: (1) মহাত্মা গান্ধী (2) জুলাই ১৯৪৭ (3) ১৯৩০ সূর্যসেন (4) ক্যাবিনেট মিশন (5) বিশাখাপত্তনম (6) জাতীয় সড়ক – 35 (7) ২ মি /সে (8) বাড়বে (9) দ্বিতীয়   পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (10) জাতীয়  উন্নয়ন পরিষদ.

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button