আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 14th November 2023, চাকরির পরীক্ষায় 100% কমন

আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 14th November 2023, চাকরির পরীক্ষায় 100% কমন

14th November 2023 Current Affairs নিয়ে চলেছে এলাম। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি আপনার সামনের পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিনের current affairs এ প্রতিদিন চোখ বুলিয়ে রাখুন। 

সম্প্রতি বিশ্ব দয়ালুতা দিবস কবে পালন করা হলো?

(i) 11 নভেম্বর (ii) 12 নভেম্বর (iii) 13 নভেম্বর (iv) কোনোটাই না

সম্প্রতি নৌসেনার পূর্ব দিকের কামন কে সামলিয়েছে?

(i) রাজেশ ধনখড় (ii) সঞ্জয় জৈন (iii) নবনীত মুনত (iv) কেউই না

‘শ্রী সোমনাথ ট্রাস্টের’ অধ্যক্ষ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(i) নরেন্দ্র মোদি (ii) অমিত শাহ (iii) যোগী আদিত্যনাথ (iv) কেউই না

সম্প্রতি ভারতের কোন রাজ্য গরুশুমারি (Cow Census) শুরু করল?

(i) ঝাড়খন্ড (ii) মহারাষ্ট্র (iii) উত্তর প্রদেশ (iv) ওড়িশা

এবার শব্দবাজির শব্দমাত্রা 90 ডেসিবেল থেকে বাড়িয়ে কত করলো?

(i) 100 (ii) 120 (iii) 125 (iv) 130 

সম্প্রতি কোন রাজ্যের ‘Kadaknath Chicken’ GI ট্যাগ পেলো?

(i) তামিলনাড়ু (ii) মধ্যপ্রদেশ (iii) বিহার (iv) ছত্রিশগড়

সম্প্রতি কোন রাজ্যের রাজ্য সরকার জাতিগত সংরক্ষণ ৫০% থেকে বেরিয়ে ৬৫% করলো?

(১) তামিলনাড়ু (২) বিহার (৩) উত্তরাখান্ড (৪) হরিয়ানা 

বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালন করা হয়?

(১) 11 নভেম্বর (২) 12 নভেম্বর (৩) 13 নভেম্বর (৪) 14 নভেম্বর

আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে থেকে মহিলা ক্রিকেটার Meg Lanning অবসর ঘোষণা করল, তিনি কোন দেশের খেলোয়াড়?

(i) বাংলাদেশ (ii) শ্রীলংকা (iii) আফগানিস্তান (iv) অস্ট্রেলিয়া 

উত্তরপ্রদেশের কোন শহর এভিয়েশন হাফ হয়ে উঠতে চলেছে?

(i) লখনৌ (ii) গাজিয়াবাদ (iii) মিরাট (iv) নয়ডা 

 সপ্তম গঙ্গা উৎসব কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে?

(i) নয়ডা (ii) নিউ দিল্লী (iii) লখনৌ (iv) গাজিয়াবাদ

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button