9 January 2024 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

পরীক্ষায় পাশ করা মানেই কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। Current Affairs ছাড়া কোনো পরীক্ষাই পাশ করা সম্ভব নয়। তাই আপনারা যারা বিভিন্ন সরকারী পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স এ প্রতিদিন প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর কথা না বাড়িয়ে আজকের কারেন্ট অ্যাফেয়ারর্সে চোখ বুলিয়ে নিন। 

9 January 2024 Current Affairs

সম্প্রতি ভারতের কোন রাজ্যের লাল পিঁপড়ের চাটনি GI ট্যাগ পেলো?

  • ওড়িশা
  • উত্তর প্রদেশ
  • পশ্চিমবঙ্গ
  • তামিলনাড়ু

কোন দেশ আনুষ্ঠানিকভাবে তাদের জাতীয় প্রতীক চিহ্ন হিসেবে তুষার চিতাবাঘক ঘোষণা করেছে?

  •  ইরান
  •  আফগানিস্তান
  •  কিরগিজস্তান
  •  তুর্কি

সম্প্রতি গোল্ডেন গ্লোব ২০২৪ অনুষ্ঠিত হলো। এ অনুষ্ঠানে কে সেরা পরিচালক মোশান পিকচারের পুরস্কার জিতেছে?

  • ক্রিস্টোফার নোলান
  • চিলিয়ান মুরফি
  • Ludwig Goransson
  • Matthew Nacfadyen

সম্প্রতি কোন বন্যপ্রাণী অভয়ারণ্যটি Swadesh Darshan 2.0 প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে?

  • সুনাবেদা বন্যপ্রাণী অভয়ারণ্য
  • কোটাগড় বন্যপ্রাণী অভয়ারণ্য
  • দেবীগড় বন্যপ্রাণী অভয়ারন্য
  • হাদাগর বন্যপ্রাণী অভয়ারণ্য

সম্প্রতি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী তাদের রাজ্যের কোন শহরে পাঁচ দিনের শীতকালীন কার্নিভাল উদ্বোধন করলেন?

  • কাসোল 
  • মানালি 
  • বাদ্দি
  • সিমলা

সম্প্রতি আদানি স্পোর্টস এর নতুন ceo হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

  •  অজয় কুমার
  •  রবিচন্দ্রন রেড্ডি
  •  ভারত সকসেনা
  •  অশ্বিনী গুপ্তা 

২০২৪ সালে বাংলাদেশের সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পেল?

  • Ethnic Party
  • Awami League
  •  Bangladesh Kalyan party
  •  Jatiya samajtantrik party

সম্প্রতি ‘অমৃত হেরিটেজ ক্যাপাসিটি বিল্ডিং’ প্রকল্পের অধীনে একটি প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে. এই প্রশিক্ষণ টি কোন হ্রদের উপরে আয়োজন করা হলো?

  • পুলিকট লেক
  • মানসরোবর হ্রদ
  • সর্দার সরোবর লেক
  • চিল্কা হ্রদ

টাটা পাওয়ার ভারতের কোন রাজ্যে ৭০ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করল?

  • মধ্যপ্রদেশ
  • উত্তর প্রদেশ
  • বিহার
  • তামিলনাড়ু

প্রবাসী ভারতীয় দিবস কত তারিখে পালন করা হয়?

  • 6ই জানুয়ারি
  • 8ই জানুয়ারি
  • 9ই জানুয়ারি
  • 7ই জানুয়ারি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button