25 January 2024 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবে

25 January 2024 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবে

আপনারা যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা নিশ্চয়ই জানেন যে, একটি চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কত বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের সুবিধার্থে আমাদের কোন উপকার ছাড়াই প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স এর নতুন সেশন নিয়ে উপস্থিত হয়ে থাকি। যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলির মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোন সরকারি চাকরির পরীক্ষায় বিশেষ বেনিফিট পাবেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন আজকের নতুন কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিন। 

কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরি ঠাকুর মরণোত্তর ভারতরত্ন অ্যাওয়ার্ড 2023 এর জন্য ভূষিত হলেন?

(i) বিহার (ii) উত্তর প্রদেশ (iii) আসাম (iv) মনিপুর

২০২৪ সালের জানুয়ারী মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে কে শপথ গ্রহণ করলেন?

(i) তরুণ জৈন (ii) সায়মা ওয়াজিদ (iii) তরুণ মেহেতা (iv) কে আর পুরাম

Pendyala Lakshmi Priya প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার ২০২৪ এ ভূষিত হয়েছেন, তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত?

(i) Kuchipudi (ii) Bharatanatyam (iii) Kathak (iv) mohiniattam

সম্প্রতি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সাইন্স ফেস্টিভাল কোন রাজ্যে আয়োজিত হলো?

(i) মধ্যপ্রদেশ (ii) উত্তর প্রদেশ (iii) হরিয়ানা (iv) রাজস্থান

 ভারতের প্রথম রাজ্য হিসেবে regenerative tourism কোন রাজ্য লঞ্চ করেছে?

(i) পাঞ্জাব (ii) অন্ধ্রপ্রদেশ (iii) গোয়া (iv) রাজস্থান 

উত্তরপ্রদেশ সরকার কাকে Uttar Pradesh Gaurav Samman দিলো?

(i) Dr ঋতু করিধাল শ্রীবাস্তব (ii) অরুণ যোগীরাজ (iii) নবীন তিওয়ারি (iv) Dr ঋতু করিধাল শ্রীবাস্তব এবং নবীন তিওয়ারি

সম্প্রতি কোন রাজ্যের কাচ্চি খারেক খেজুর gi ট্যাগ পেলো?

(i) গুজরাট (ii) পাঞ্জাব (iii) মনিপুর (iv) উত্তর প্রদেশ 

প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা কার সঙ্গে সম্পর্কিত?

(i) from rural residence (ii) from sunflower cultivation (iii) from rooftop solar panel (iv) child health

সম্প্রতি কোন দেশ ন্যাটো সদস্য হতে প্রস্তুত হয়েছে?

(i) বুলগেরিয়া (ii) সুইডেন (iii) সাইপ্রাস (iv) সুইজারল্যান্ড

Join US on WhatsApp – Click Here

Join US on Telegram – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button