3 December 2023 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

3 December 2023 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

আমরা আজকেও আপনাদের জন্য ইন ডিটেলস ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সেশন নিয়ে উপস্থিত হলাম। আজ আমরা আপনাদের কাছে 3 December 2023 Current Affairs আলোচনা করব। যে Current Affairs গুলি থেকে আপনি আগত বিভিন্ন চাকরির পরীক্ষা প্রচুর কমন পাবেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন আজকের অর্থাৎ 3 December 2023 এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলিকে দেখে নেওয়া যাক। 

Today’s Current Affairs 3rd December 2023

সম্প্রতি ‘মিচ্যাং’ ঘূর্ণিঝড়ের নামকরণ কোন দেশ করলো?

(i) মায়ানমার (ii) মালদ্বীপ (iii) বাংলাদেশ (iv) থাইল্যান্ড

যেমন গতি – ভারত। ফনি – বাংলাদেশ, বুলবুল – পাকিস্তান, আমফান – থাইল্যান্ড, নিসর্গ – বাংলাদেশ, হুদহুদ – ওমান, আইলা – মালদ্বীপ, তিতলি – পাকিস্তান, হামুন – ইরান, নিভার – ইরান, বুরেভি – মালদ্বীপ, টাউকটে – মায়ানমার, ইয়াস/জশ – ওমান, জাওয়াদ – সৌদি আরব, সিতরাং – থাইল্যান্ড, মিধিলি – মালদ্বীপ। 

সম্প্রতি বিজ্ঞানীরা কোন টাইগার রিজার্ভ থেকে নতুন একটি উদ্ভিদ প্রজাতি আবিষ্কার করল?

(i) Kalakkad Mundanthurai Tiger Reserve (ii) Khana Tiger Reserve (iii) Melghat Tiger Reserve (iv) Sariska Tiger Reserve

সম্প্রতি ভারতীয় গবেষকরা Kalakkad Mundanthurai Tiger Reserve থেকে ‘ইমপেটিয়েন্স’- বালসামিনাসি গোত্রের নতুন উদ্ভিদ প্রজাতি আবিষ্কার করেছে। এই উদ্ভিদটিকে কেবলমাত্র দক্ষিণ-পশ্চিম ঘাটের অগস্থমালাই অঞ্চলে পাওয়া যায়।

Bundelkhand Expressway সম্প্রতি কোন রাজ্যের প্রথম সোলার এক্সপ্রেসওয়ে হতে চলেছে?

(i) উত্তর প্রদেশ (ii) মহারাষ্ট্র (iii) গুজরাট (iv) মধ্যপ্রদেশ

সম্প্রতি উত্তর প্রদেশ সরকার এই সোলার এক্সপ্রেসের জন্য ১৭০০ হেক্টর জমি বরাদ্দ করেছে। এই সোলার এক্সপ্রেস এর লেন 296km.

সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট ফরম্যাট থেকে দীর্ঘ 6 বছরের জন্য ব্যান হওয়া মারলন স্যামূয়েলস কোন দেশের ক্রিকেট খেলোয়াড়?

(i) অস্ট্রেলিয়া (ii) নেদারল্যান্ড (iii) ওয়েস্ট ইন্ডিজ (iv) ইংল্যান্ড

মারলন স্যামূয়েলস ওয়েস্ট ইন্ডিজের একজন প্রাক্তন তালিকা খেলোয়াড়। তিনি সম্প্রতি দুর্নীতিবিরোধী কোড লঙ্ঘনের জন্য ব্যান হয়েছেন। 

সম্প্রতি কোন কুরিয়ার কোম্পানি পোস্ট অফিসে পার্সেল লকার সার্ভিস দেওয়ার কথা ঘোষণা করল?

(i) DHL Service Point (ii) Blue Dart (iii) FedEx (iv) Delhivery

সম্প্রতি Blue Dart তোদের নির্বাচিত পোস্ট অফিস গুলিতে স্বয়ংকৃত ডিজিটাল পার্সেল লকার সিস্টেম চালু করার জন্য পোস্ট অফিসের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করলো।    

সম্প্রতি starts Asian International film festivals এ কে সেরা অভিনেতার পুরস্কার জেতেন?  

(i) শাহরুখ খান (ii) রণবীর সিং (iii) ইশবক সিং (iv) রণবীর কাপুর

সম্প্রতি ইশবক সিং SAIFF – starts Asian International film festivals এ ‘বার্লিন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।

সম্প্রতির স্বাস্থ্যসেবা যোগাযোগে অসামান্য কাজ করার জন্য কে সম্মানজনক PRSI জাতীয় পুরস্কারে ভূষিত হলেন?

১) সুগান্তি সুন্দররাজ (২) আয়ুশি সিং (৩) সৌম্য স্বামীনাথন (৪) স্মৃতি ইরানি

সুগান্তি সুন্দররাজ ভারতের জনসংযোগ শিল্প এবং জনসংযোগ সমিতিতে অসামান্য কাজ করার জন্য PRSI জাতীয় পুরস্কারে ভূষিত হলেন।  

 World AIDS Day কোন দিন পালন করা হয়?

(১) 28 November (২) 29 November (৩) 30 November (৪) 1st December

এইডস রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি করার জন্য এই দিনটিকে পালন করা হয়। 2023 World AIDS Day Theme -“World AIDS Day 35: Remember and Commit”

সম্প্রতি কোন রাজ্যের বড়দা বন্যপ্রাণী অভয়ারণ্য এশিয়াটিক সিংহের দ্বিতীয় আবাসে পরিণত হতে চলেছে? 

(i) তামিলনাড়ু (ii) গুজরাট (iii) উত্তরাখান্ড (iv) হরিয়াণা  

IPL 2024 এ গুজরাট লায়ন্স টিমের অধিনায়ক হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

(i) হার্দিক পান্ডিয়া (ii) রোহিত শর্মা (iii) কে এল রাহুল  (iv) শুভমান গিল 

রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালরের ওনার – আনন্দ কৃপালু, দিল্লি ক্যাপিটালসের ওনার – পার্থ জিন্দাল, রাজস্থান রয়্যালসের ওনার – মনোজ বাদালে, আমিশা হাতিরামানি, কলকাতা নাইট রাইডার্স – শাহরুখ খান এবং জুহি চাওলা, লখনৌ সুপার জাইন্টস – ডক্টর সঞ্জীব গোয়েঙ্কা। 

Join Our Telegram group – Click Here

Join Our Whatsapp Group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button