ICDS Anganwadi Practice Set 23: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

রাজ্যের প্রত্যেকটি জেলায় খুব শীঘ্রই রাজ্য সরকার লক্ষাধিক ICDS Anganwadi কর্মী নিয়োগ করতে চলেছে। যে সমস্ত চাকরিপ্রার্থী এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের প্রস্তুতিকে আরো নিখুঁত করে তোলার জন্য আমরা প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেটের বন্দোবস্ত করছি। যেগুলিতে অংশগ্রহণ করলে চাকরিপ্রার্থীদের প্রস্তুতি অন্যদের তুলনায় অনেক ভালো হবে। কথা মতো তাই আজকেও আপনাদের জন্য নতুন একটি স্পেশাল প্র্যাকটিস সেট নিয়ে চলে এলাম। আজকের প্রাকটিস সেট দেখে নিন। 

(1). অ্যাংলো- মহামেডান কলেজের প্রতিষ্ঠা__

(i) ফজলুল হক (ii) মোহাম্মদ আলী জিন্না (iii) নবাব সলিমুল্লাহ হো (iv) সৈয়দ আহমেদ খান     

(2). কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় __

(i) ১৮৫৬ (ii) ১৮৫৫ (iii) ১৮৫৮ (iv) ১৮৫৭  

(3). কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল __ সালে। 

(i) ১৮৩৫ খ্রিস্টাব্দে (ii) ১৮৮৪  খ্রিস্টাব্দে (iii) ১৮২৯ খ্রিস্টাব্দে (iv) ১৮৫৮ খ্রিস্টাব্দে 

(4). কার আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল?

(i) লর্ড ক্যানিং (ii) লর্ড ডালহৌসি (iii) লর্ড বেন্টিং (iv) লর্ড রিপন

(5). তামিলনাড়ুতে অবস্থিত জলধারা কোনটি?

(i) মেত্তুর জলাধার (ii) কৃষ্ণ রাজা জলাধার    (iii) হেম বতি জলাধার (iv) কাবেরী জলাধার 

(6). বিপাশা নদীর উপর অবস্থিত বাঁধের নাম__

(i) রিহান্দ (ii) পং (iii) তিলাইয়া (iv) ভাকরা 

(7).  ইউরিয়া মানুষের শরীরের কোথায় উৎপন্ন হয়?

(i) ইউরিনারি ব্লাডার (ii) কিডনি (iii) লিভার (iv) হিমোগ্লোবিন     

(8). হেনলিরলুপ থাকে  __

(i) মেডুলাতে (ii) রেনাল পেলভিসে (iii)  ইউরেটারে (iv) কটেক্সে    

(9). ভারতীয় গণতন্ত্র  

(i)  রাষ্ট্রপতি প্রধান সরকার (ii) বহুদলীয় ও সংসদীয় (iii) দিদলীয় ও সংসদীয় (iv) উপরের কোনোটিই নয় 

(10). কোনটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার মধ্যে পড়েনা?

(i) সম্পত্তির অধিকার (ii) সাম্যের অধিকার (iii)  স্বাধীনতার অধিকার (iv) শোষণের বিরুদ্ধে অধিকার 

Ans: (1) সৈয়দ আহমেদ খান (2) ১৮৫৭ (3) ১৮৩৫ খ্রিস্টাব্দে (4) লর্ড ডালহৌসি (5) মেত্তুর জলাধার (6) পং (7) লিভার (8) মেডুলাতে (9)বহুদলীয় ও সংসদীয় (10) সম্পত্তির অধিকার 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button