24th November 2023 এর Current Affairs, চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ

24th November 2023 এর Current Affairs, চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ

সামনে প্রচুর সরকারি চাকরির সুযোগ রয়েছে। একের পর এক চাকরির নোটিফিকেশন বের হচ্ছে বর্তমানে। তাই এই সময় একটি সরকারি চাকরি বাগিয়ে নিতে না পারলে, এ সুযোগ আর কোনদিনও আসবেনা। চাকরির পরীক্ষায় পাস করতে গেলে Current Affairs এর প্রিপারেশন করতেই হয়। Current Affairs এর প্রস্তুতি না নিতে পারলে, কোন চাকরির পরীক্ষা পাস করা সম্ভব নয়।

আমরা আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নিয়ম করে, Current Affairs আপলোড করে চলেছে। আপনার আপনারা দিনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলিতে দিনের দিন চোখ বুলিয়ে রাখুন। 

2023 ATP ফাইনাল খেলায় পুরুষ একক বিভাগে কোন খেলোয়ার জয়লাভ করল?

(i) জনিক সিনার (ii) নোভাক জোকোভিচ (iii) কার্লোস আলকারাজ (iv) রাফায়েল নাদাল

 ২০২৩ সালে কেমব্রিজ অভিধানে কোন শব্দটি ‘word of the Year’ হিসেবে নির্বাচিত হলো?

(i) Homer (ii) Vax (iii) Hallucinate (iv) toxic

সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হলো? 

(i) বিনয় সাক্সেনা (ii) রমেশ আইয়ার (iii) বিনয় এস টনসে (iv) অরিজিত সাক্সেনা

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ তে কোন পুরুষ ক্রিকেট খেলোয়াড় সব থেকে বেশি বার ৫০ রান করলেন?

(i) বিরাট কোহলি (ii) রোহিত শর্মা (iii) রবীন্দ্র জাদেজা  (iv) গ্লেন ম্যাক্সওয়েল

 সম্প্রতি ভারত সরকার কোথায় International tourist Mart এর আয়োজন করলো?

(i) গুয়াহাটি (ii) কোহিমা (iii) গ্যাংটক (iv) শিলং 

ন্যাশনাল গেমস ২০২৩ এ কোন খেলোয়ার ” best male athlete” এর তকমা পেলেন?

(i) সাহেব সিং (ii) অক্ষদীপ সিং (iii) স্বপ্নীল কুষলে (iv) শ্রীহরি নটরাজ

ন্যাশনাল গেমস ২০২৩ এ কোন খেলোয়ার ” best female athlete” এর তকমা পেলেন? 

(১) বৃত্তি আগারওয়াল (২) সংযুক্তা কালে (৩) প্রণতি নায়েক (৪) 2 ও 3

সম্প্রতি কোন কোম্পানি কর্নাটকে ৪১১৯ কোটি টাকার মাধ্যমে গ্রিনফিল্ড পোর্ট প্রস্তুত করার জন্য পুরস্কৃত হল?

(১) Ambuja (২) Dalmia (৩) TATA (৪) JSW

সম্প্রতি OpenAI এর CEO পদে কাকে নিযুক্ত করা হলো? 

(i) মিরা মুরাতি (ii) জেসন কেনি (iii) জেমস কাটার (iv) জিমি কার্টার 

বিশ্ব মৎস্য দিবস কত তারিখে পালন করা হয়?

(১) 21 নভেম্বর (২) 15 নভেম্বর (৩) 23 নভেম্বর (৪) 22 নভেম্বর

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

2 Comments

  1. হুগলি জেলা আইসিডিএস পরীক্ষা কবে হবে?

  2. হুগলি জেলা আইসিডিএস পরীক্ষা কবে হবে?
    মক টেস্ট (৯০নম্বর) পেপার অনুরোধ করছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button