23 January 2024 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবে

অবশ্যই প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন প্রস্তুত করে রাখুন। প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থাকবেই থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রস্তুতি ছাড়া কোন পরীক্ষা পাস করা অসম্ভব। আমরা আমাদের ওয়েবসাইটে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করে চলেছে। আপনারা নিয়মিত সেই নিবন্ধনগুলিতে অংশগ্রহণ করে, নিজের সাফল্যকে নিশ্চিত করে তুলুন। 

Ssb র DG পদে কাকে নিযুক্ত করা হলো?

(i) রাকেশ আবস্তি (ii) দলজিৎ সিং চৌধুরী (iii) নিনা গুপ্তা (iv) তপন জৈন

অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে পৃথিবীর সবথেকে বড় ডঃ ভিমরাও আম্বেদকরের মূর্তি স্থাপন করা হয়েছে, তার নাম কি দেওয়া হয়েছে?

(i) Statue Of Social Justice (ii) statue of law (iii) Statue of Unity (iv) statue of equality

কেরালায় কৃত্রিম রিফ ইউনিট স্থাপনের জন্য কেন্দ্র সরকার কত টাকা পদার্থ করেছে?

(i) ২০২ কোটি টাকা (ii) ১০২ কোটি টাকা (iii) ৪০২ কোটি টাকা (iv) ৩০২ কোটি টাকা 

ইন্ডিয়ায় পরাক্রম দিবস কত তারিখে পালন করা হয়?

(i) ২৩ শে জানুয়ারি (ii) ২২ শে জানুয়ারি (iii) ২৪ শে জানুয়ারি (iv) ২৫ শে জানুয়ারি

সম্প্রতি কোন রাজ্য সরকার মহাতারী বন্দনা যোজনা চালু করলো?

(i) ছত্রিশগড় (ii) মধ্যপ্রদেশ (iii) আসাম (iv) বিহার  

সম্প্রতি কোন দেশ ২০২৪ সালের জানুয়ারি মাসে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ফিশারিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন?

(i) ইতালি (ii) ভারত (iii) রাশিয়া (iv) চীন

সম্প্রীতি ফোর্বসের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, প্রতিবেদন অনুসারে বিশ্বের সব থেকে শক্তিশালী মুদ্রা কোনটি?

(i) কুয়েতি দিনার (ii) বাহরাইন দিনার (iii) মার্কিন ডলার (iv) ইউরো

সম্প্রতি প্রবীণ আচুথান কুট্টি কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং ceo পদের জন্য নিযুক্ত হলেন?

(i) DCB Bank (ii) IDBI Bank (iii) AXIS Bank (iv) HDFC Bank

 ‘Conversations with Aurangzeb’ শিরোনামে বইটির লেখক কে?

(i) সুধা মূর্তি (ii) চারু নিবেদিতা (iii) ঝুম্পা লাহিড়ী (iv) অরুন্ধতী রায়

সম্প্রতি নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের কোন শহরে 8টি AMRUT প্রকল্প চালু করল?

(i) ঔরঙ্গাবাদ (ii) পুনে (iii) সোলাপুর (iv) নাসিক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button