কারেন্ট অ্যাফেয়ার্স 1st October 2023 | Daily Current Affairs In Bengali 2023 PDF

সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজ আমরা 1st October 2023 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ারস সেট নিয়ে উপস্থিত হলাম। যারা wbcs, wbpsc food si, bank, police ও অন্যাণ্য সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য আমাদের টিমের তরফ থেকে এই আর্টিকেলটি প্রস্তুত করা হয়েছে। আপনারা প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স সেশানে অংশগ্রহণ করে নিজের প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যান। 

‘Global innovation index 2023’ এ ভারত কত তম স্থানে অবস্থান করছে?

(১) 40 (২) 41 (৩) 81 (৪) 112 না 

Ans. 40

১৪০ টি দেশের মধ্যে এই ইনডেক্স প্রকাশিত হয়. যার প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড, দ্বিতীয় স্থান অধিকার করেছে সুইডেন এবং তৃতীয় স্থানে রয়েছে আমেরিকা। 

এশিয়ান গেমস ২০২৩ পুরুষদের ২৫ মিটার শুটে ভারত কোন পদক জিতলো?

(১) রুপো (২) সোনা (৩) ব্রোঞ্জ (৪) কোনোটাই না

Ans. সোনা

সম্প্রতি অনুষ্ঠিত Formula 1 Japanese Grand prix কে জিতল?

(১) ম্যাক্স ভার্স্টপেন (২) চার্লস লেকলার্ক (৩) কার্লোস সেঞ্জ জুনিয়র (৪) লুইস হ্যামিলটন 

Ans. ম্যাক্স ভার্স্টপেন

সম্প্রতি কোন দেশে বিশ্বের সবথেকে প্রাচীনতম কাঠের কাঠামো আবিষ্কৃত হলো?

(১) পেরু (২) চিন্ (৩) জাম্বিয়া (৪) জাপান

Ans. জাম্বিয়া

ভারতে কোথায় সর্ব প্রথম লাইট হাউস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো?

(১) উত্তর প্রদেশ (২) মহারাষ্ট্র (৩) গোয়া (৪) কেরালা 

Ans. গোয়া

সম্প্রতি ভারতের কোন রাজ্যে আবার নতুন তিনটে বিমান রুট চালু হচ্ছে?

(১) অরুণাচল প্রদেশ (২) সিকিম (৩) হরিয়ানা (৪) আসাম

Ans. অরুণাচল প্রদেশ 

কে প্রথম এশিয়ান হিসেবে আন্তর্জাতিক টেনিস হল অফ ফ্রেমে মনোনীত হলেন?

(১) লিয়েন্ডার পেজ (২) মহেশ ভূপতি (৩) রোহন বোপান্না (৪) সানিয়া মির্জা

Ans. লিয়েন্ডার পেজ

সম্প্রতি প্রয়াত এমএস স্বামীনাথন কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন?

(১) মেডিকেল (২) স্পেস (৩) এগ্রিকালচার (৪) জার্নালিজম

Ans. এগ্রিকালচার

এশিয়ান গেমস ২০২৩ এ রোশিমিনা দেবী কোন পদক জিতলো?

(১) রুপা (২) সোনা (৩) ব্রোঞ্জ (৪) কোনোটাই না 

Ans. রুপা

রোশিমিনা দেবী মহিলাদের Wushu 60kg বিভাগে অংশগ্রহণ করেছিলেন। 

ভারতের কোন শহরে ভাষা উৎসব অনুষ্ঠিত হচ্ছে?

(১) পাটনা (২) বারাণসী (৩) লক্ষ্নৌ (৪) আহমেদাবাদ 

Ans. লক্ষ্নৌ

আন্তর্জাতিক কফি দিবস পালন করা হয় – 

(১) 1st অক্টোবর (২) 30 সেপ্টেম্বর (৩) 2 অক্টোবর (৪) 3 অক্টোবর 

Ans. 1st অক্টোবর

বিশ্ব হৃদপিন্ড দিবস পালন করা হয় –

(১) 24 সেপ্টেম্বর (২) 25 সেপ্টেম্বর (৩) 26 সেপ্টেম্বর (৪) 29 সেপ্টেম্বর 

Ans. 29 সেপ্টেম্বর

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button