21 January 2024 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

আমরা বিশেষ কারণ বসত বহুদিন আমাদের এই current affairs সেশনটিকে চালু রাখতে পারিনি। আপনারা যারা প্রতিদিন আমাদের এই current affairs এর জন্য অপেক্ষা করতেন, তাদেরকে জন্য আমরা খুবই দুঃখিত। ক্ষমা মার্জনা করছি। এবার থেকে আপনারা প্রতিদিন নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স পাবেন। আজ আমরা 20শে জানুয়ারী ঘটে যাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা গুলিকে আলোচনা করতে চলেছি। যে ইভেন্ট গুলি থেকে আগামী দিনের সরকারি চাকরির পরীক্ষায় প্রচুর কমন পাবেন। তাই আর সময় নষ্ট না করে, আজকেরের লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলিকে দেখে নিন। 

সম্প্রতি Uttar Pradesh এর কোথায় কেন্দ্রীয় অর্থ সাহায্যের মাধ্যমে ‘ গরু অভয়ারণ্য’ প্রস্তুত করা হলো?

(i) অযোধ্যা (ii) বারানসি (iii) লখনৌ (iv) মুজাফফরনগর

২০২৩ ডিসেম্বর মাসের জন্য ICC কোন মহিলা খেলোয়াড় কে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করলেন?

(i) চামারি আথাপাথু (ii) হেইলি ম্যাথিউস (iii) দীপ্তি শর্মা (iv) নাহিদা আক্তার  

Startup Ranking 2022 এ প্রথম স্থানে কোন রাজ্যে অবস্থান করছে?

(i) উত্তর প্রদেশ (ii) গুজরাট (iii) কেরালা (iv) তামিলনাড়ু 

Non-Aligned Movement এর 19তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো?

(i) Phnom Penh, Cambodia (ii) Kampala, Uganda’s (iii) Accra, Ghana (iv) Ottawa, Canada

Viksit Bharat Sankalp Yatra র প্রাথমিক উদ্দেশ্য কি?

(i) রাজনৈতিক সমাবেশ করা (ii) পর্যটন প্রচারের জন্য  (iii) সাংস্কৃতিক উৎসব আয়োজনের জন্য (iv) উন্নয়ন এবং সচেতনতা সৃষ্টি ও কল্যাণমূলক প্রকল্পে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা।  

২০২৩ ডিসেম্বর মাসের জন্য ICC কোন পুরুষ খেলোয়াড় কে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করলেন?

(i) শুভমান গিল (ii) ট্রাভিস হেড (iii) রাঁচিন রবীন্দ্র (iv) প্যাট কামিংস 

বর্তমানে প্রকাশিত নতুন নির্দেশিকা অনুসারে, কোচিং এ ভর্তির জন্য ছাত্রছাত্রীদের ন্যূনতম বয়স কত হতে হবে?

(i) 15 (ii) 14 (iii) 18 (iv) 16  

সম্প্রতি পৃথিবীর মূল্যবান আইটি ব্র্যান্ড গুলোর তালিকা প্রকাশিত হয়েছে। এই আইটি ব্র্যান্ডগুলোর তালিকায় TCS এর স্থান কত?

(i) দ্বিতীয় (ii) প্রথম (iii) পঞ্চম (iv) তৃতীয়  

সম্প্রতি ভারতের কোন রাজ্যে মাঘী মেলা উৎসব পালিত হচ্ছে?

(i) ওড়িশা (ii) তেলেঙ্গানা (iii) পাঞ্জাব (iv) কেরালা 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরি করার তালিকায়, কে শীর্ষস্থান অবস্থান করলো?

(i) বিরাট কোহলি (ii) রোহিত শর্মা (iii) বাবর আজম (iv) গ্লেন ম্যাক্সওয়েল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button