আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 12th November 2023, চাকরির পরীক্ষায় 100% কমন

আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 12th November 2023, চাকরির পরীক্ষায় 100% কমন

সামনে প্রচুর পরীক্ষা চাকরির পরীক্ষা হতে চলেছে। আর এই সমস্ত চাকরির পরীক্ষার কারেন্ট অতি গুরুত্বপূর্ণ। যেমন একটি পরীক্ষায় অংক ইতিহাস ছাড়া পরীক্ষা পাস করা সম্ভব নয়। তেমনভাবেই কারেন্ট অ্যাফেয়ার্সকে গুরুত্ব না দিলে সেই পরীক্ষায় পাশ করা অসম্ভব। তাই অন্যান্য সাবজেক্টগুলোর মতন কারেন্ট অ্যাফেয়ার্স সাবজেক্টটিকেও বিশেষ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিন। 

‘Wildlife Photographer of the Year 2023’ কে জিতলো?

(i) Rohan Singh (ii) Dinanath Rajput (iii) bihan talia Vikas (iv) Devashish Chandan 

সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক কর্পোরেশন অ্যাড চাইল্ড ডেভেলপমেন্ট ভারতের কোন শহরে ‘Poshan bhi Padai Bhi’ অনুষ্ঠানের আয়োজন করলো?

(i) ইন্দোর (ii) পাটনা (iii) জয়পুর (iv) বারাণসী

উত্তরাখন্ড প্রতিষ্ঠা দিবস কত তারিখে পালন করা হয়?

(i) 7ই নভেম্বর (ii) 8ই নভেম্বর (iii) 9ই নভেম্বর (iv) 10ই নভেম্বর

ভারতে কে সম্প্রতি সার্ভেয়র জেনারেল হিসেবে নিযুক্ত হলো?

(i) অজয় সিং (ii) রাজীব কাপুর (iii) হিতেেশ কুমার এস মাকওয়ান (iv) বিনয় অবস্থি

ভারত সম্প্রতি সফলভাবে স্বল্প পাল্লার কোন  ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল?

(i) Pralay (ii) Trishul (iii) Prithvi (iv) Naag 

CBI এর জয়েন্ট ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হলো?

(i) অরিন্দম বাগচী (ii) সৈয়দ আকবরউদ্দিন (iii) টি নাগেশ্বর (iv) ভি চন্দ্রশেখর

ভারতের কোন রাজ্য সরকার রপ্তানি বাড়াতে রপ্তানি প্রচার মূলক নীতি অনুমোদন করল?

(১) ঝাড়খন্ড (২) মহারাষ্ট্র (৩) পশ্চিমবঙ্গ (৪) ওড়িশা 

সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য 9টি রাজ্যের সঙ্গে বিশেষ চুক্তি স্বাক্ষর করতে চলেছে?

(১) ঝাড়খন্ড (২) কেরালা (৩) পশ্চিমবঙ্গ (৪) ওড়িশা

সম্প্রতি ভারত বোটানিক্স ভারতের কোন রাজ্যে বৃহত্তম কোল্ড ওয়েল প্রোডাকশন ফেসিলিটি চালু করতে চলেছে?

(i) গুজরাট (ii) মহারাষ্ট্র (iii) কেরালা (iv) উত্তর প্রদেশ

শিশু সুরক্ষা দিবস কবে পালন করা হয়?

(i) 6ই নভেম্বর (ii) 7ই নভেম্বর (iii) 8ই নভেম্বর (iv) 9ই নভেম্বর

সম্প্রতি প্রয়াত মহেশ্বর মোহান্তি কোন রাজ্যের প্রাক্তন স্পিকার ছিলেন?

(i) বিহার (ii) পশ্চিমবঙ্গ (iii) ওড়িশা (iv) আসাম

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button