SSC GD Constable Practice Set 24: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable 2024 পরীক্ষার 24 তম প্রাকটিস সেট নিয়ে চলে এলাম। আপনারা আগত SSC GD Constable পরীক্ষায় কমন পেতে চাইলে প্রতিদিন অন্তত একটি করে হলেও আমাদের প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করুন। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি প্র্যাকটিস সেট আপলোড করেছি, আপনারা দ্রুত এই প্র্যাকটিস সেট অংশগ্রহণ করে সাফল্যের দিকে এগিয়ে যান।  

(১). মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে কত তারিখে যোগদান করেছিল? 

(i) নভেম্বর ১৯৪৬ (ii) অক্টোবর ১৯৪৬ (iii) জানুয়ারি ১৯৪৭ (iv) ডিসেম্বর ১৯৪৬

(2). সিমলায় ১৯০৬ সালে মুসলিম প্রতিনিধি দলের নেতৃত্ব কে দিয়েছিল?

(i) আগা খান (ii) সালিমুল্লাহ (iii) শওকত আলী (iv) মোহাম্মদ আলী    

(3). আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ছিলেন__

(i) লিয়াকৎ হোসেন (ii) লিয়াকৎ আলিখান  (iii) এ কে আজাদ (iv) মোহাম্মদ আলি    

(4). __ সালে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল?

(i) ১৯২৯ খ্রিস্টাব্দে (ii) ১৯১৬ খ্রিস্টাব্দে (iii) ১৯৪৬ খ্রিস্টাব্দে (iv) ১৯৪০ খ্রিস্টাব্দে      

(5). “দুন” শব্দের অর্থ কি?

(i) অনুপ্রস্থ উপত্যকা (ii) অনুদৈর্ঘ্য উপত্যকা (iii) পর্বত শৃঙ্গ (iv) হ্রদ      

(6). “Swatch of No Ground” কি?

(i) মহাসাগরীয় খাদ (ii) দ্বীপ (iii) ঝুলন্ত (উপত্যকা) (iv) আগ্নেয়গিরি 

(7). লাল রং বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়, তার প্রধান কারণ কি?

(i) বাতাসের অনু লাল আলোতে সব থেকে কম বিক্ষিপ্ত করে (ii) রক্তের রং লাল (iii) লাল রং চোখের ক্ষেত্র সুখকর (iv) লাল রং সহজলভ্য   

(8). লাল + সবুজ + নীল = কি?

(i) কালো (ii) সাদা (iii) নীল (iv) মেরুন

(9). ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা কত সালে করা হয়?

(i) ১৯৬৬ থেকে ১৯৬৯ (ii) ১৯৬৯ থেকে ১৯৭১  (iii) ১৯৬৮ থেকে ১৯৭০ (iv) উপরের কোনোটিই নয়     

(10). প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে জাতীয় আয়ের বৃদ্ধির হার কত ছিল?

(i) ১০ শতাংশ (ii) ৫ শতাংশ (iii) ১৮ শতাংশ (iv) উপরে কোনোটিই নয় 

Ans: Ans: (1) অক্টোবর ১৯৪৬  (2) আগা খান (3) এ কে আজাদ (4) ১৯৪০  খ্রিস্টাব্দে (5) অনুদৈর্ঘ্য উপত্যকা (6) মহাসাগরীয় খাদ (7) বাতাসের অনু লাল আলোতে সব থেকে কম বিক্ষিপ্ত করে (8) সাদা (9) ১৯৬৬ থেকে ১৯৬৯ (10) ১৮ শতাংশ

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button