Home পরীক্ষা প্রস্তুতি WBPSC Food SI Practice Set 48: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

WBPSC Food SI Practice Set 48: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

0
WBPSC Food SI Practice Set 48: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন
WBPSC Food SI Practice Set 48: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

আজকে আমরা Food SI পরীক্ষার্থীদের জন্য ৫০ দিনের প্ল্যান লঞ্চ করলাম। যে প্ল্যান অনুসরণ করলে আপনারা আপনাদের এই পরীক্ষাটি খুব সহজে ক্র্যাক করতে পারবেন। তবে আমাদের এই প্র্যাকটিস সেটগুলোতে দেওয়া প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। আগত পরীক্ষার GK সেকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সময় নষ্ট না করে প্রতিদিন সেলফ স্টাডির পাশাপাশি একটি করে প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করুন। 

(1). নাট্যাভিনয় আইন পাস করেছিলেন__

(i) লর্ড লিটন (ii) লর্ড কাজন (iii) লর্ড ডালহৌসি (iv) লর্ড আমহার্স্ট 

(2) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

(i) ক্যানিং (ii) ডালহৌসি (iii) কার্জন (iv) বেন্টিঙ্ক     

(3). ভারতের শেষ গভর্নর জেনারেল কে?

(i) রাজা গোপালাচারী (ii) জ্যোতি বসু (iii) জওহরলাল নেহেরু (iv) নীল বাপট

(4). দেশীয় সংবাদ আইন প্রণীত হয়েছিল কোন ভাইসরয়ের সময়?

(i) লর্ড ডালহৌসি (ii) লর্ড রিপন (iii) লর্ড ক্যানিং (iv) লর্ড লিটন     

(5). ফারাক্কা ব্যারেজ নির্মাণ কেন করা হয়েছিল?

(i) গঙ্গা নিম্ন প্রবাহের গতি পরিবর্তন (ii) গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি (iii) জলবিদ্যুৎ উৎপাদন (iv) উপরোক্ত কোনোটি নয়।

(6). পোলাভারণ প্রকল্প কোন নদীর সাথে সম্পর্ক যুক্ত?

(i) পেন্নার (ii) কাবেরী (iii) গোদাবরী (iv) মহাকাল পর্বত 

(7). হ্যাভারসিয়ান তন্ত্র কার অংশ?

(i) অস্থি (ii) বৃক্ক (iii) মস্তিষ্ক (iv) হৃদপিণ্ড 

(8). মানুষের মোট দুধ দাঁতের সংখ্যা কয়টি? 

(i) 29 (ii) 28 (iii) 12 (iv) 20

(9). ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার কে?

(i) রাজ্যের রাজ্যপালগণ (ii) ভারতের রাষ্ট্রপতি (iii) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (iv) ভারতের প্রধানমন্ত্রী

(10). পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোন ধরনের অর্থবিল পেশ করা যায় না?

(i) লোকসভার অধ্যক্ষ (ii) ভারতের প্রধানমন্ত্রী (iii) কেন্দ্রীয় অর্থমন্ত্রী (iv) ভারতের রাষ্ট্রপতি    

Ans: (1) লর্ড লিটন (2) ক্যানিং (3) রাজা গোপালাচারী (4) লর্ড লিটন (5) গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি (6) গোদাবরী (7) অস্থি (8) 20 (9) ভারতের রাষ্ট্রপতি (10)  ভারতের রাষ্ট্রপতি

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here