WBPSC Food SI Practice Set 79, ফুড এসআই প্রাকটিস সেট 2023

আপনি কি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা 2023 এর প্রস্তুতি নিচ্ছেন? আপনার যদি নিয়ে থাকেন তাহলে কেবল আপনাদের জন্য, আমরা টিমের সাহায্যে স্পেশাল প্র্যাক্টিস সেটের আয়োজণ করেছি। যে প্র্যাকটিস সেট গুলিকে সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন আমরা আমাদের ওয়েবসাইট WB Exam Guide এ আপলোড করে চলেছি। আপনারা প্রতিদিন এই প্র্যাকটিস সেটগুলোতে অংশগ্রহণ করে, নিজেদের প্রস্তুতিকে সাফল্য চূড়ায় নিয়ে যান। 

(১). ভারতীয় বিপ্লবের জননী __ কে বলা হয়?

(i) মাতঙ্গিনী হাজরা (ii) মাদাম ভিকাজী কামা (iii) কল্পনা দত্ত (iv) সরলা দেবী চৌধুরানী  

(2).”ভারতের চমৎকার বৃদ্ধ” কে?

(i) দাদাভাই নৌরজী (ii) সুরেন্দ্রনাথ ব্যানার্জি (iii) আনন্দমোহন বসু (iv) রাণাডে    

(3). কে ভারত ব্রিটিশ শাসনকে “ব্রিটিশ ঐতিহ্য বিরোধী”  বলেছিলেন?

(i) রমেশ চন্দ্র দত্ত (ii) দাদাভাই নৌরজী (iii) গোপালকৃষ্ণ গোখলে (iv) মহাদেব গোবিন্দ রাণাডে  

(4). বঙ্গ-ভঙ্গ আন্দোলনে “রাখি বন্ধন” ___ চালু করেছিলেন? 

(i) দয়ানন্দ (ii) অশ্বিনী দত্ত (iii) সুরেন্দ্রনাথ ব্যানার্জি (iv) রবীন্দ্রনাথ ঠাকুর    

(5). Plate Tectonics তত্ত্ব কে ব্যাখ্যা করেন?

(i) সমুদ্রতলের ব্যাপ্তি (ii) পর্বতমালার সৃষ্টি (iii) ভূমিকম্পের সৃষ্টি (iv) উপরোক্ত সবকটি   

(6). প্রাকজৈব আদিম পৃথিবীর বায়ুমন্ডলের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি?

(i) জলীয় বাষ্পের অনুপস্থিতি (ii) হাইড্রোজেনের অনুপস্থিতি (iii) অক্সিজেনের অনুপস্থিতি (iv) নাইট্রোজেনের অনুপস্থিতি

(7). একটি p জাতীয় অর্ধপরিবাহীতে প্রধান তড়িৎ পরিবাহী নিচের কোনটি ?

(i) ইলেকট্রন (ii) নেগেটিভ আয়ন (iii) পজিটিভ আয়ন (iv) পজিটিভ গহবর        

(8). কোন ধাতব তারের মধ্য দিয়ে __ কণার প্রবাহকে তড়িৎপ্রবাহ বলে।

(i) পজিট্রন (ii) ইলেকট্রন (iii) ফোটন (iv) নিউট্রন 

(9). ONGC কথাটির অর্থ কি?

(i) ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন (ii) অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কোম্পানি (iii) অর্গানাইজেশন অফ নন গভর্নমেন্ট কোঅপারেটিভ (iv) অর্গানাইজেশন অফ নন গভর্নমেন্ট কোম্পানিজ 

(10). কোনটি শ্রমিক রাজ্য বীমা আইন, ১৯৪৮ এর মধ্যে অন্তর্ভুক্ত? 

(i) চিকিৎসার সুবিধা (ii) বেকারত্ব বীমা (iii) ন্যূনতম মজুরি (iv) উপরের কোনোটিই নয় 

Ans: (1) মাদাম ভিকাজী কামা (2) দাদাভাই নৌরজী (3) দাদাভাই নৌরজী (4) রবীন্দ্রনাথ (5) উপরোক্ত সবকটি (6) অক্সিজেনের অনুপস্থিতি (7) পজিটিভ  গহবর (8) ইলেকট্রন (9) ওয়েল অ্যান্ড  ন্যাচারাল গ্যাস কমিশন (10) চিকিৎসার সুবিধা। 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button