12 December 2023 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

আজকে আমরা 12 December 2023 এর Current Affairs নিবন্ধ নিয়ে উপস্থিত হলাম। এই নিবন্ধে উল্লেখিত টপিক গুলি সামনের পরীক্ষার জন্য সব থেকে বেশী গুরুত্বপূর্ণ। এই টপিক গুলি থেকে বিভিন্ন সরকারি পরীক্ষায় ডাইরেক্ট কমন পাবেন। তাই আর কথা না বাড়িয়ে আজকের Current Affairs অর্থাৎ 12 December 2023 এর কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেওয়া যাক। 

সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে ডক্টর মোহন যাদব শপথ গ্রহণ করলেন?

(i) রাজস্থান (ii) আসাম (iii) মহারাষ্ট্র (iv) মধ্যপ্রদেশ

 World 100 most powerful women এর তালিকায় ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কততম স্থানে অবস্থান করছে?  

(i) 32 (ii) 35 (iii) 36 (iv) 65

‘Zeba: an accidental superhero’ এই উপন্যাসটি প্রথমবারের জন্য কোন বলিউড অভিনেত্রী লিখলেন?

(i) হুমা কুঁড়েশি (ii) কারিনা কাপুর (iii) প্রিয়াঙ্কা চোপড়া (iv) মাধুরী দীক্ষিত

সম্প্রতি developed India 2047: voice of youth কে চালু করলেন?

(i) Amit Shah (ii) Narendra Modi (iii) Anurag Thakur (iv) Rajnath Singh 

BBC news agency র নতুন চেয়ারপারসন পদে কাকে নিযুক্ত করা হলো?

(i) মনোজ কুমার (ii) সমীর শাহ (iii) গৌতম কুঁড়েশি (iv) সঞ্জয় মালহোত্রা

সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বিষ্ণুদেও সাঁই শপথ গ্রহণ করলেন?

(i) মহারাষ্ট্র (ii) তেলেঙ্গানা (iii) ছত্রিশগড় (iv) মধ্যপ্রদেশ

সম্প্রতি নৌবাহিনীর নতুন ভাইস চিফ পদে কাকে নিযুক্ত করা হলো?

১) রাকেশ আস্থানা (২) দিনেশ কে ত্রিপাঠী (৩) সঞ্জয় মালহোত্রা (৪) সমীর ভদ্র

World’s Association of investment promotion agencies এর বিশ্ব বিনিয়োগ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে?

(১) মুম্বাই (২) ঢাকা (৩) চেন্নাই (৪) নিউ দিল্লি

সুইজারল্যান্ড এর দাভোসে আয়োজিত world economic forum সভায় ভারতের কোন রাজ্য যোগদান করতে চলেছে?

(i) কর্ণাটক (ii) মহারাষ্ট্র (iii) গুজরাট (iv) উত্তর প্রদেশ

International mountain day কত তারিখে পালন করা হয়?

(i) 5 dec (ii) 7 dec (iii) 9 dec (iv) 11 dec

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button