PSC Clerkship Practice Set 34: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

আজ আমরা চলে এলাম PSC Clerkship Practice Set 34 নিয়ে। এই প্র্যাক্টিস সেট গুলি PSC Clerkship 2023 পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এই প্র্যাকটিস সেট গুলিতে দেওয়া প্রশ্ন গুলি থেকে সামনের চাকরির পরীক্ষায় কমন আশা সম্ভাবনা রয়েছে। তাই ভালো ফলাফল করার জন্য প্রতিদিন আমাদের এই ফ্রি প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন। 

(১). ভারতের কোথায় আর্যরা প্রথম স্থায়ী বাসতি স্থাপন করেন?

(i) রাজস্থান (ii) পাঞ্জাব (iii) গুজরাট (iv) সিন্ধু   

(2). আর্য শব্দের অর্থ কি?

(i) জাতি বিশেষ (ii) চাষ করা (iii) ব্রহ্মচারী (iv) গোচরণভিত্তিক সমাজ   

(3). বৈদিক সভ্যতা 

(i) ৩০০০ – ২৫০০ খ্রিস্টপূর্বাব্দ (ii) ১০০০ খ্রিস্টপূর্বাব্দ (iii) ১২০০ – ১০০০ খ্রিস্টপূর্বাব্দ (iv) ১৫০০ – ১০০০ খ্রিস্টপূর্বাব্দ         

(4). প্রাচীন বেদ কোনটি?

(i) ঋকবেদ (ii) অথর্ববেদ (iii) সামবেদ (iv) যজুবেদ              

(5). পূর্ব কলকাতা জলাভূমিকে কি নামে পরিচিত?

(i) রামসার স্থান (ii) বিশ্বে ঐতিহ্যবাহী স্থান (iii) জীব বৈচিত্র্য অঞ্চল (iv) উপরোক্ত কোনোটিই নয়    

(6). যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোথায় সার্থক হয়?

(i) বাঁকুড়ার ভুলা গ্রামে (ii) মেদিনীপুরের পালঝারি গ্রামে (iii) মেদিনীপুরের আরাবাড়ি গ্রামে (iv) বাঁকুড়ার নতুন বন্ধু গ্রামে        

(7). RADAR কোন ধর্মের উপর কাজ করে?

(i) শব্দ তরঙ্গ বাতাসে চলমান (ii) বেতার তরঙ্গ বস্তু দ্বারা প্রতিফলিত হয় (iii) শব্দ তরঙ্গ একটি তীর্যক তরঙ্গ (iv) শব্দ তরঙ্গ বস্তুর দ্বারা প্রতিফলিত হয়  

(8). টেলি যোগাযোগের জন্য __ তরঙ্গ ব্যবহার করা হয়?

(i) অতি বেগুনি রশ্মি (ii) অবলোহিত রশ্মি (iii) এক্স রশ্মি (iv) মাইক্রো তরঙ্গ    

(9). পশ্চিমবঙ্গ মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম প্রকাশিত হয়__

(i) ২০০২ সালে (ii) ২০০১ সালে (iii) ২০০৪ সালে (iv) ২০০৩ সালে 

(10). সমষ্টি উন্নয়ন সংঘটিত হয় কিসের ভিত্তিতে?

(i) সম্প্রদায়ের (ii) জনসংখ্যার (iii) এলাকার  (iv) এদের কোনোটিই নয়  

Ans: (1) পাঞ্জাব (2) জাতি বিশেষ (3) ১৫০০ – ১০০০ খ্রিস্টপূর্বাব্দ (4) ঋকবেদ (5) রামসার স্থান (6) মেদিনীপুরের আরাবাড়ি গ্রামে (7) বেতার তরঙ্গ বস্তু দ্বারা প্রতিফলিত হয় (8) মাইক্রো তরঙ্গ (9) ২০০৪ সালে (10) সম্প্রদায়ের.

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button