Home কারেন্ট অ্যাফেয়ার্স Today Current Affairs 10th November 2023, চাকরির পরীক্ষায় 100% কমন আসবেই

Today Current Affairs 10th November 2023, চাকরির পরীক্ষায় 100% কমন আসবেই

0
Today Current Affairs 10th November 2023, চাকরির পরীক্ষায় 100% কমন আসবেই
Today Current Affairs 10th November 2023, চাকরির পরীক্ষায় 100% কমন

আজ আমরা এই নিবন্ধের মাধ্যমে 9th নভেম্বর ২০২৩ এ ঘটে যাওয়া সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে চলে এসেছি। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি আগত চাকরির পরীক্ষার জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। চাকরির পরীক্ষায় এই ঘটনাগুলি থেকে কোন না কোন প্রশ্ন আসবেই আসবে। আপনারা যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সে চোখ বুলিয়ে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। 

সম্প্রতি ভারতবর্ষের নতুন চিফ ইনফরমেশন কমিশনার পদে কাকে নিযুক্ত করা হলো?

(i) অশোক লাভাসা (ii) হীরালাল সামারিয়া (iii) তপন মেহতা (iv) সঞ্জয় আদক

সম্প্রতি কে Brazilian Grand Prix 2023 শিরোপা জিতল?

(i) সের্জিও পেরেজ (ii) ম্যাক্স ভাস্টাপেন (iii) লুইস হ্যামিল্টন (iv) চার্লস লেকলার্ক

Konkan Railway Corporation Limited এর নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হলো?

(i) অপরেশ শর্মা (ii) সন্তোষ কুমার ঝাঁ (iii) সরোজ গোয়েল (iv) অনুপম সান্যাল

সম্প্রতি জম্মু ও কাশ্মীর রাজ্যের কূপওয়ারায় শিবাজী মহারাজের মূর্তি কে উন্মোচন করলো?

(i) অমিত সাহ (ii) একনাথ শিন্ডে (iii) নরেন্দ্র মোদি  (iv) রাজনাথ সিং

 ১৯ তম ‘কলাকার পুরস্কার’ কে পেলেন?

(i) মেল উইন জনসন পেরিস (ii) প্রদিপ নায়েক (iii) অ্যাপোলিনারিস ডি’সুজা (iv) মান্দ সোবহান

সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার ‘প্রজেক্ট ডলফিন’ বাস্তবায়ন করার জন্য আদেশ জারি করল?

(i) বিহার (ii) মহারাষ্ট্র (iii) তামিলনাড়ু (iv) মধ্যপ্রদেশ

2024 Asia Pacific human development report প্রকাশ করলে কোন প্রতিষ্ঠান?

(১) AIIB (২) ADB (৩) WEF (৪) UNDP

WTSA 2024 এর আয়োজক দেশ কোনটি?

(i) চীন (ii) ভারত (iii) সৌদি আরব (iv) বাংলাদেশ 

 FIDE Grand Swiss chest even এর শীর্ষস্থান অবস্থান করল কোন দেশ?

(i) ভারত (ii) আমেরিকা (iii) জাপান (iv) নরওয়ে

 কত তারিখে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালন করা হয়?

(i) 6ই নভেম্বর (ii) 7ই নভেম্বর (iii) 8ই নভেম্বর (iv) 9ই নভেম্বর

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here