SSC GD Constable Practice Set 07: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable Practice Set 07: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

আজ আমরা SSC GD Constable exam এর 07 নম্বর প্র্যাক্টিস সেট আপলোড করছি। ইতিমধ্যে যে সমস্ত চাকরি প্রার্থী আমাদের দেওয়া SSC GD Constable এর 6 টি প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করেছেন, তাদেরকে আজকের নতুন প্র্যাকটিস সেটে চোখ বুলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

SSC GD Constable 2023 এর নতুন সিলেবাস

(1). স্বামী বিবেকানন্দ রচিত গ্রন্থের নাম__ 

(i) কথাসরিৎসাগর (ii) কথামালা (iii) এ নেশন ইন মেকিং (iv) বর্তমান ভারত  

(2). স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয়েছিল__

(i) ১৯২৫ (ii) ১৯২২ (iii) ১৯৪১ (iv) ১৯৩০ 

(3). স্বরাজ্য দলের নেতার নাম__

(i) চিত্তরঞ্জন দাশ (ii) মহাত্মা গান্ধী (iii) গোপালকৃষ্ণ গোখলে (iv) আনন্দমোহন বসু  

(4).”দিব্য জীবন (লাইফ ডিভাইন)” এর লেখক __

(i) কেশব চন্দ্র সেন  (ii) স্বামী বিবেকানন্দ  (iii) অরবিন্দ ঘোষ  (iv) সিস্টার নিবেদিতা  

(5). ক্যালিকো বলতে __

(i) তুলো (ii) নীল (iii) সুতি বস্ত্র (iv) মশলা  

(6). মুক্ত আহরণের জন্য বিখ্যাত কোন অঞ্চলটি?

(i) কান্দালা (ii) তুতিকোরিন (iii) পন্ডিচেরি (iv) দিল্লি  

(7).  রাইবোজোম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে কোন প্রক্রিয়ায়?

(i) প্রোটিন সংশ্লেষ (ii) সালোকসংশ্লেষ (iii) শ্বসন  (iv) লিপিড সংশ্লেষ   

(8). সালোকসংশ্লেষে আলোক দশা কোথায় সম্পন্ন হয়?

(i) ক্লোরোপ্লাস্টের গ্রানায় (ii) সাইটোসল এ (iii) রাইবোজম এ (iv) ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়     

(9). ভারতীয় সংবিধানের কত ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়?

(i) ২৮০ (ii) ২৭৫ (iii) ২৮২ (iv) উপরের কোনোটিই নয়    

(10). ভারতের জাতীয় ভোটার দিবস পালন হয়?

(i) ২৫ শে মার্চ (ii) ২৬ শে জানুয়ারি (iii) ১ম ফেব্রুয়ারি (iv) ২৫ শে জানুয়ারি  

SSC GD এর জন্য সব থেকে ভালো বইয়ের লিস্ট

Ans: (1) বর্তমান ভারত  , (2) ১৯২২, (3) চিত্তরঞ্জন দাশ (4) অরবিন্দ ঘোষ, (5) তুলো, (6) তুতিকোরিন (7) প্রোটিন সংশ্লেষ (8) ক্লোরোপ্লাস্টের গ্রানায়, (9) ২৮০, (10) ২৫ শে জানুয়ারি

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button